অনেক রাতের পরে একদিন উড়ে এলো ঘোড়াপাখি।
কোথা থেকে এলো?
যে ঘোড়াপাখি উড়ে এলো; তার গায়ে লেগে আছে
সুমিষ্ট বেহালা আর সুরবহুল বুলেট-
একটি বেগুণী প্রজাপতি আর সরল সওয়ারী
নিয়ে এসেছে কক্ষচ্যুত মহামায়া শনির বলয় থেকে।
আপাতত চোখ ফেলতে পারি শনির ওপারেই-
ঘোড়াপাখির বাড়ি; বেহালা-বুলেট।
রাতের অনেক পরে জ্বালানো হয়েছে আগুন ভেজা পাতায়
রাতের পর রাত হরিৎবিড়াল ধরে রেখেছে সাপ থাবায়।
হাতের মুঠিতে যে প্রজাপতি পোষেছিল মহাকাল
বয়ে নিয়ে এসেছে ঘোড়াপাখি তার কঙ্কাল।
রাতের অনেক পরে- অনেক রাতের পর
পৃথিবীর কক্ষপথে ভেসে ওঠে পৃথিবীর অবয়ব।
অনেক রাতের পরে কোন দিন নীল হবে কী পৃথিবীর ঠোঁট?
২৫/১১/২০১৩
ঢাকা।