আমি অপেক্ষায় আছি;
গরম বসন্ত শেষে বড়ই পাতা কখন ঝরে!
আমার সফলতা বলতে শুধু
অব্যর্থ মৃত্যুর কামনা।
জানালার হাতলের মরিচার মতো;
মৃত্যু যদি ক্ষয় হয়ে যেতো;
আমি ব্যালকনিতে কখনো যেতাম না-
টবের ঘৃতকুমারী নিঃসঙ্গ ঘুমাতো।
আমার মৃত্যুর প্রাইভেসি পাবলিক করে দিলে,
কয়টা লাইক পড়তো বলতো?
এমন কোঁকড়ে গেলাম কেন রাই-
এ আমার বোবা অভিমান?
পাঁজরগুলো মনে হয় অ্যালমোনিয়ামের ক্যান-
ব্যবহারের পর কে যেন ফেলে রেখেছে!
আমি কাঁদলে আলিফের মত নীরব মিনার পর্যন্ত ডুবে যেত;
চঞ্চলডানার পাখি সব পালক হারিয়ে জলে ঝাপটাত।
তাই ক্রমাগত আমিই ডুবে যাচ্ছি....
এ শরীর আহত আজ;
এ দেহ আজ ধুলো-বালি-ছাই!
তুবুও রক্ত ঝরে না- তবুও খুঁজে না আশ্রয়।
সংশয় নেই কোনো- শরীর পতিত।
শরীর তবুও আমার।
মৃত্যুতে ভয় নেই;
কিন্তু ঘাসের জীবন করো না আমায় দান।
আমাকে মাড়ানোর আগে এক ফোঁটা মৃত্যু ঢেলে দিও-
তারপরে সাজিও উপাখ্যান।