আমাকে মৃত ভেবে প্রজাপতি উড়ে গেলো।
হাতপাহীন আমি ;- আহত মুণ্ডু।
বিরুদ্ধ সময়ে শরীর পেয়েছে যন্ত্রনা-
মুঠি মুঠি বিষ করেছে গ্রহন।
ও বাপজান কার চক্করে ঘুরে আমার নাও?
ঘাড়েতো আমারই মাথা!
মাঝে মাঝে ভিতরটা দেখার নেশা জাগে-
অন্ধকারে পথচলে মায়াকাজল তৃনয়ন।
আমাকে মৃত ভেবে প্রজাপতি- মাছিগুলো ফিরে এসেছে;
চেটে খায় গন্ধ- আমার ভবিষ্যত।
ও বাপজান এখানেই কি খোঁড়া হয়েছে আমার কবর?
অনুকূল বাতাসে ভেসে আসে গোরখোদকের গীত;
কত আপন;বড় মায়ময়.... বড় মায়াময়।
ও বাপজান আমি কি মৃত!
আমার শবদেহের মাছিগুলো তাড়িয়ে দাও-
বড্ড জ্বালাতন করছে।
আমাকে মৃত ভেবে আমিও উড়ে যেতে চাই।