Torrent কি ?
যেকোনো ফাইল, যেমনঃ অ্যান্টিভাইরাস, মুভি,সফটওয়্যার ইত্যাদি ইন্টারনেটের মাধ্যমে এক জনের কম্পিউটার থেকে অন্যজনের কম্পিউটারে দেওয়া-নেওয়ার মাধ্যম ।
Torrent এ কিভাবে File Exchange করা যায় ?
Torrent এর মাধ্যমে File Exchange এর জন্য দুইটি জিনিস দরকার
১।Torrent client
২।Torrent tracker
Torrent client কি ?
এক ধরনের সফটওয়্যার যার মাধ্যমে আপনি মুভি বা বিভিন্ন ফাইল Transfer করবেন অর্থাৎ upload or download করবেন ।
যেমনঃ μTorrent (মিউ টররেন্ট), BitTorrent ইত্যাদি ।
Torrent tracker কি?
Torrent tracker হচ্ছ ওয়েবসাইট, যেখানে আপনি ফাইলগুলি ডাউনলোড বা আপলোড করবেন।
যেমনঃThe Pirate Bay, KickassTorrents ইত্যাদি ।
তাত্ত্বিক বিষয়গুলি শেষ, এবার দেখা যাক Torrent এর মাধ্যমে কি ভাবে ফাইল ট্র্যান্সফার করা যায় ।
প্রথমেই আমাদের লাগবে একটা Torrent client, আমি μTorrent use করি, তাই এটা দিয়েই করা যাক।
μTorrent download করুন এখান থেকে
Download করা ফাইলটি এবার install করুন । install করা পর নিচের ছবির মত একটি window open হবে।
এই হলো আমাদের Torrent client, এটাকে minimize করে রাখুন
এবার ধরার যাক আমি একটা movie download করবো, ধরা যাক “Law Abiding Citizen (2009)” এই মুভিটা download করবো । এখন আমাদের কে Torrent tracker site গুলিতে যেতে হবে । আমি tracker হিসাবে KickassTorrents বাছাই করালাম । তাহলে KickassTorrents লিখে সার্চ দিন ।
তারপর KickassTorrents site open হওয়ার পর এর সার্চ বক্সে লিখুন “Law Abiding Citizen (2009)”
তারপর নিচের মতো একটা site open হবে।
স্পস্ট ছবি দেখতে ক্লিক করুন
এখানে আপনি খেয়াল করবেন কোনটাতে seed এবং leech বেশি আর ফাইল সাইজ কতো, চিত্রে লালা বৃত্ত করা । এখান থেকে আপনার পছন্দ মত সাইজের মুভিটা select করুন, তারপর magnet link টাতে ক্লিক করুন। উল্লেখ্য Seed zero (0) থাকলে download হবেনা, আর Leech zero (0) থাকলে connection পেতে দেরী হবে ।
স্পস্ট ছবি দেখতে ক্লিক করুন
তারপর চিত্রে উল্লেখ্যমত কাজ করুন
স্পস্ট ছবি দেখতে ক্লিক করুন
পরবর্তীতে নিচের চিত্রের মত dialog box এ টিক দিন এবং ok button press করুন।
ব্যাস, হয়ে গেলো কাজ শেষ, এবার torrent client এর দিকে তাকিয়ে দেখুন ধীরে ধীরে download speed বাড়ছে, আর কতক্ষন সময় লাগবে তাও উল্লেখ্য করবে।
স্পস্ট ছবি দেখতে ক্লিক করুন
ফাইল download শেষ হওয়ার পর আপনাকে notification করা হবে।
তো পাঠক enjoy করুন পছন্দের গান,মুভি আর প্রোগ্রাম। আরো কিছু জানতে কমেন্ট করতে পারেন ।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৪ রাত ২:৫০