এই রাত্রির একাকীত্ব,
কিংবা বিরহী কোন কবিতা,
কিংবা ধ্বসে যাওয়া এ মনের উঠোন,
তার একটাই কারণ,
শুধু তুমি।
এই অশান্ত শ্রান্ত মন,
কিংবা অভিমানে ভরে ওঠা হৃদয়ের কোণ,
কিংবা অবুঝ আমাকে বুঝানোর ক্লান্তিহীন চেষ্টা,
তার একটাই কারণ,
শুধু তুমি।
এই নিজের সাথে অবিরাম যুদ্ধ,
কিংবা বারংবার হারানোর সুতীব্র ব্যথা,
কিংবা বারবার ফিরিয়ে নেয়ার অব্যক্ত আকুতি,
তার একটাই কারণ,
শুধু তুমি।
এই নিজেকে প্রকাশে ব্যর্থতা,
কিংবা অপরের মত হতে না পারার গ্লানি,
কিংবা এই গ্লানিতেই ধুঁকে ধুঁকে মরা,
তার একটাই কারণ,
শুধু তুমি।
আমি তোমাকে চাই,
কোন ভগ্নাংশ নয়,
নয় তোমার শরীর কিংবা মনের অধিকার।
আমি তোমার পুরোটা জুড়ে থাকতে চাই,
কারো শরীক হয়ে নয়,
কারো সাথে তুলনীয় হয়ে নয়,
অন্য কারো চিন্তার অংশ হয়েও নয়,
আমি শুধু তোমার হয়েই থাকতে চাই।
আমি তোমাকে পেতে চাই,
আমার শরীরের শেষ শক্তিটুকু দিয়ে হলেও চাই,
শুধু আমার হিসেবেই চাই,
তোমার জন্য আমার সেরাটা চাই।
হয়ত আমি সফল,
হয়ত ব্যর্থ,
হয়ত তোমাকে আমি সত্যিই পেয়েছি,
কিংবা হয়ত পাইনি কিছুই,
কিংবা পেতে পেতে হারিয়ে ফেলছি,
উত্তর................ অজানা।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৮