এটিএন বাংলার সাংবাদিক মুন্নি সাহা কে সবাই চেনন খুব ভাল করেই, এই সাংবাদিকের বিরুদ্ধে মাঝে মাঝেই অভিযোগ উঠে বাড়াবাড়ি কথা বলার এবং বানোয়াট খবর ছাপার। মুন্নি সাহা'র বেশ কিছু প্রতিবেদন আমার কাছে বাড়াবাড়ি ঠেকলেও আজ যা শুনলাম তার মুখ থেকে তাতে আমার মাথায় রক্ত উঠে গেলো।
মুন্নি সাহা সাভারের রানা প্লাজা থেকে লাইভ টেলিকাস্ট করার সময় ভলেন্টিয়ার নেয়ার প্রসঙ্গে বলছিল, "ভলেন্টিয়ারদের উদ্ধারকার্য এলাকা থেকে একটু দূরে রাখা দরকার, তা না হলে বিল্ডিঙের ভেতরের যন্ত্রপাতি চুরি হয়ে যেতে পারে............."
আমি এটা শোনার পর নিজের ভাষা হারিয়ে ফেললাম। বাস্তবে রানা প্লাজার ভঙ্গুর দশার কারনে ভলেন্টিয়ার পাওয়া যাচ্ছে না। যেখানে রানা প্লাজা এলাকায় সাহসী লোকবলের অভাবে উদ্ধারকার্য বাধাগ্রস্থ হচ্ছে, অক্সিজেনের অভাবে মানুষ মারা পড়ছে, সময় ফুরিয়ে আসছে আর সেখানে কি না এই সাংবাদিকের যন্ত্রপাতির মায়া উছলে পড়ছে?
""সত্যি সেলুকাস"" আমাকে আরো কত কিছু দেখতে হবে কে জানে?
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯