বিশাল দুঃখ নিয়ে ব্লগ লিখতে বসলাম..........
আমার ব্লগ লেখার হাত কেমন তা জানিনা, তবে অতীতের লেখা ব্লগের দিকে তাকিয়ে ব্লগের লিস্টটা অনেকটাই পূর্ণ মনে হয়।
আমি কখনই নিয়মিত ব্লগার ছিলাম না, তবে বর্তমানে আমি অনেকটাই নিয়মিত ব্লগার। আমার এই নিয়মিত হবার পেছনে একটাই রহস্য, সেটা হল একজন বিশেষ মানুষের অনুপ্রেরণা।
শুধুমাত্র তার অনুপ্রেরণার বশেই আমি আমার লেখা লিখে গেছি একটা একটা করে, দিনরাত এক করে। তার তাগিদে রাত জেগে ব্লগ লিখতে আমার যে কি ভাল লাগে তা বলে বুঝাতে পারব না!!!
যখন ব্লগ লেখা শেষ করে তাকে ফোন দিয়ে ব্লগ লেখা শেষ, তখন আমার যে অনুভূতি হয় তা নিঃসন্দেহে আমার জন্য বিশ্বের সেরা অনুভূতি।
আমি ব্লগ লিখার ক্ষেত্রে স্বভাবতই একটু অলস আর ফাঁকিবাজ প্রকৃতির। তার ঝাড়ি অনবরত চলতে না থাকলে আমার ব্লগ লেখার গতিতে ভাঁটা পড়ে। এককথায় তার ঝাড়ি ছাড়া আমার ব্লগ লখা হয় না।
কিছুদিন থেকে লক্ষ করছিলাম যে ঝাড়ি বন্ধ!!!!!!! আমি ভাবলাম হয়তো সে তার পরীক্ষাজনিত ব্যাস্ততার কারনে ঝাড়ি বন্ধ রেখেছে। তাই আমিও ঝাড়ির অনুপস্থিতিতে বসে বসে ছুটি কাটাতে লাগলাম।
আজকে ফোন দিয়ে কথা বলতে বলতে হঠাৎ সে বললো যে, সে নাকি আমাকে আর ব্লগ লিখতে বলবে না।
আমি তো শুনে আকাশ থেকে পড়লাম, হায় খোদা আমি এ কি শুনলাম। আমার প্রতিটা লেখার পেছনে যার অনুপ্রেরণা, আমার প্রতিটা লেখায় যার ছোঁয়া, যার তাগিদ ছাড়া আমার ব্লগ লেখা হয় না, সে কি না আমাকে আর ব্লগ লিখতে বলবে না? এও কি সম্ভব? তার ঝাড়ি ছাড়া আমি ব্লগ লিখব কিভাবে?
আমার প্রিয় ভাই-বোনেরা, আমি তো বিশাল ধরা খাইছি। আপনারা দয়া করে তাকে একটু রিকোয়েস্ট করেন না, যাতে স্পেশাল মানুষটা আমাকে ঝাড়ি মারা চালিয়ে যায়। তার ঝাড়ি ছাড়া আমার ব্লগার জীবনের ইতি এখানেই তা চোখ বন্ধ করেই বলে দেয়া যায়................
আর তাকে বলতে চাই, "কোনো কারণে তোমার মনে কষ্ট দিলে প্লিজ ফরগিভ মি, আই অ্যাম রিয়েলি সরি। এরপর থেকে নিয়মিত ব্লগ লিখব, খালি তোমার ঝাড়ি কনটিনিউ করলেই হবে।"
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪