আবর্জনায় বুকের ভেতরটা দুর্গন্ধময়, পরিস্কার করা দরকার বুঝতে পারা যায়,
তবে ভেতরে ঢোকবার দরজার হদিস নেই।
সন্ধান করি, বন্ধ তব আখি পর্দার কপাট।
কি করি, কি করা যায়, জানা নেই তা।
দ্বিকোণ, ত্রিকোণ, চতুস্কন, ঘুরি ঘুরি কপালে বারি ।
হাতরে হাতরে হাপায়ি উঠার পালা,
তবু দরজার মিল নাই।
অতপর, দিলাম ছেড়ে হাল,
নাটাই, নৌকার পাল।
চুপটি করে বসে, যেন লক্ষি সোনার দল।
অতল মন মন্দির থেকে যেন ছুটে আসলো ধুমকেতুর দল;
বয়ে নিয়ে আসলো ছোট্ট একখানা শব্দচিড়া, ইচ্ছা !
অধরার মুছন শেষে চুপটি করে জাগে মনে,
চাই পরিস্কার বুকটা।
পরিস্কার আলো, ধীরে ধীরে উন্মোচন, আরে ! এত অন্তর দরজা।
আমার দরকার পরিস্কার বুকটা
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২১