লাল রঙে বরাবরই তোমাকে বেশ ভালো লাগে!
মনে হয়, বাদামি রঙ্গের ডালে, সবুজ পাতার আগোলে সদ্য ফোটা গোলাপ।
একটা অবাধ্য প্রশ্ন বাড় বাড় হেয়ালি করে । কেন ? আসলে বলতো এর কোন উত্তর কি আছে ?
আমি তোমায় ভালোবাসি না, তবে ভাললাগার মধ্যে রাখি না তা কিন্তু নয়। ভাললাগা অনুভুতিগুলোর মধ্যে তোমায় নিয়ে অনুভুতি গুলো শৃঙ্গ চুড়ায়।
তোমায় অনেক কিছু বলতে চাই, তবে কি জানো, বলার ভাষার শব্দগুলো না ! তোমায় চিন্তা করলে ছোয়া ছুয়ি খেলা শুরু করে দেয়। ধরতেই পারি না আর তোমায় বলতেও পারি না।
এখন অনেক খারাপ লাগে জানো, তুমি আর দেখো না আমায়, কি ভুলে যেন তুমি এড়িয়ে চলো আমায়, আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, কেন তুমি আমায় এড়িয়ে চল ?
আমি যে ভুলের সাগর, তা আমি জানি শুধু একটু বলবে বলে তুমি। সেই আশাটুকু করি, তবে তা আদৌ হবে কিনা তা আমার জানা নেই।
তোমাকে দেয়া আমার সেই ছদ্য নামটি ধরে এখন আর ডাকা হয় না। তেরেও আসো না তুমি।
জানো সেদিন আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তোমায় ফোন দিতে দিতে। অধীর আগ্রহে ছিলাম তোমার ঘুম মাখা কথাগুলো হাসতে হাসতে শুনবো বলে। তুমি বলবে আর আমি হাসবো। মেঝেতে বিছানো আমার বিছানাতে লূটোপুটি খাবো হাসতে হাসতে। কিন্তু তুমি...
ঘুমিয়ে গিয়েছিলাম আমি।
কষ্ট পেতে চাই না আমি, আমাতে তুমি নেই বলে। আমার চলবে, হ্যা হ্যা আমার চলবে তোমার চিন্তাটুকু ছাড়া। ভাললাগা থেকে ভালোবাসায় নেবো না তোমায় কোন দিন। তা জানবেও না তুমি !
হয়তো চিঠি টা খোলা রুপে তবে তুমি পাবে না কোন দিন। উড়ে যাক তোমায় নিয়ে আমার খোলা চিঠি তোমার আমার মুক্ত অনুভুতির অসীম আকাশে।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬