মাঝে মাঝে সময় বলে যে একটু সময় তোমার ও হোক !
তবে তাও একটি প্রতিযোগিতার মধ্য দিয়ে ! সময় টা কখনই আমার জন্য ছিল না, দেখিয়েছে, বুঝিয়েওছে যে আমি তোমার, তবে তা শুধু ভ্রুম ছাড়া আর কিছুই না।
সময় টাকে যখন কাজে লাগানোর দরকার তখন পরিস্থিতি মুখ ঘুরিয়ে নেয়। সময়ের তখন কথা, আমি তো সময় দিয়েইছি। আবার দৌড় পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য, কারন পরিস্থিতি না বুঝে তো আর সময়ের ব্যবহার করা যায় না। পরিস্থিতির তখন নানান অজুহাত।
আসলে এমন টাই হয়, মানুষের জীবন টা অপেক্ষার উপর নির্ভর করতে করতে চলে যায়, কখন ও সময়ের, কখন ও পরিস্থিতির, আবার কখনও যদি এই দুই দিকের মুখ এক হয় তখন কিছু পাওয়ার অপেক্ষা।
আমি আজ বুঝতে পারছি সময় এবং পরিস্থিতি কোনটাই আমার সাথে নেই। তাই সেই অপেক্ষাই আমার জন্য শ্রেয় !
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০২