সকালে আজ ফুল ফোটেনি, বাসি ফুলেই গাথল মালা চেনা বকুলবালা
পাখিরা সব মান করেছে, বয় নি বনে দখিন হাওয়া সেই সে আগুনজ্বালা।
আমার সঙ্গে আড়ি?
সেমিকোলন-কমার পাহাড় সব ভুলে যাও,
এক টানেতে দাও টেনে আজ আমার কথায় দাড়ি।
বসন্ত আজ কোথায় গেল, কোথায় রূপের বাহার?
আজ কেন গো গা হেলালো মেঘের গায়ে পাহাড়?
পাহাড় তুমি সরো-
মেঘমালা কে মুক্তি দাও গো, আমার গায়ে বৃষ্টি পড়ুক শীতল ঝর ঝর!
রোদ কেন আজ জ্বলছে ক্রোধে, আজকে কিসের ক্ষোভ?
মায়ের 'পরে ক্রোধের অনল, মায়ের 'পরে জ্বলছে রোদের সকল অভিযোগ...
নদীর ধারা শোন-
আমায় নেবে সঙ্গে তোমার দূর অজানায় কোন?
নদীর ধারা- 'না',
'তোমার কি নেই একটি দুয়ার, বালিশ-তোষক-ভাতের থালা, তোমার কি নেই আপনজনের একটি সীমানা?
নাই গো নদী নাই!
তাইতো জলের টানে তোমার ভেসে যেতে চাই......
ফুল-পাখি-জল-পাহাড়-নদী কেউ টানেনি কাছে-সকালে আজ ফুল ফোটেনি, বাসি ফুলেই গাথল মালা চেনা বকুলবালা
পাখিরা সব মান করেছে, বয় নি বনে দখিন হাওয়া সেই সে আগুনজ্বালা।
আমার সঙ্গে আড়ি?
সেমিকোলন-কমার পাহাড় সব ভুলে যাও,
এক টানেতে দাও টেনে আজ আমার কথায় দাড়ি।
বসন্ত আজ কোথায় গেল, কোথায় রূপের বাহার?
আজ কেন গো গা হেলালো মেঘের গায়ে পাহাড়?
পাহাড় তুমি সরো-
মেঘমালা কে মুক্তি দাও গো, আমার গায়ে বৃষ্টি পড়ুক শীতল ঝর ঝর!
রোদ কেন আজ জ্বলছে ক্রোধে, আজকে কিসের ক্ষোভ?
মায়ের 'পরে ক্রোধের অনল, মায়ের 'পরে জ্বলছে রোদের সকল অভিযোগ...
নদীর ধারা শোন-
আমায় নেবে সঙ্গে তোমার দূর অজানায় কোন?
নদীর ধারা- 'না',
'তোমার কি নেই একটি দুয়ার, বালিশ-তোষক-ভাতের থালা, তোমার কি নেই আপনজনের একটি সীমানা?
নাই গো নদী নাই!
তাইতো জলের টানে তোমার ভেসে যেতে চাই......
ফুল-পাখি-জল-পাহাড়-নদী কেউ টানেনি কাছে-
আপন মানুষ পর হলে তার কোথায় যাবার আছে!