অনেকদিন ধরে ব্লগে বসতে পারি না । ব্লগ লেখা তো দূরের কথা , আগে যাদের নতুন পোস্ট দেখা মাত্র প্রথম কমেন্টটা দেয়ার জন্য রীতিমতো প্রতিযোগীতা করতাম , এখন তাদের ব্লগে যাবার ও সময় পাই না।
ব্লগে একটা জিনিস খুব কমন , কেউ অনেকদিন ধরে পোস্ট না দিলে ব্লগাররা এসে "নতুন পোস্ট কই , নতুন পোস্ট কই" জিজ্ঞেস করে। আমারে করে নাই। এই জিনিসটা একদিক থেকে ভালো। আমি বুঝতে পারতেসি যে , আমারে কেউ বিশেষ একটা "পুছে" না , তাই "পোস্ট দেয়া লাগবে , পোস্ট দিতে হবে" , এই তাগিদটা একদমই অনুভব করছি না
গত ২৮ তারিখে লেভেল-৩ টার্ম-২ এর ক্লাস শুরু হয়েছে। বুয়েটেরে স্যাররা বাঁশে গোড়া ধইরা বইসা আছেন , আর আগাটা আমাদের উপর এপ্লাই করতেসেন। পুরা ছেড়াবেড়া অবস্থার মধ্যে আছি।
আগে পোস্ট দেবার আগে অনেক কিছু চিন্তা করতাম , কি লিখবো , কিভাবে লিখলে পাবলিকে "খাইবো" বেশী , এটসেটরা এটসেটরা। এখন "ক্যাতা" পোস্ট দেয়া ছাড়া উপায় নাই। আমার মনে হচ্ছে আমি ব্লগের সবার থেকে দূরে সরে যাচ্ছি ( বা অনেকখানি দূরে সরে গেসি অলরেডি ) , এখন হাম-তাম মার্কা পোস্ট দিয়ে হলেও কাছাকাছি থাকতে হবে। এইটা মনে হয় আমার লাইফের প্রথম ক্যাতা পোস্ট
"আমার পোস্টের জন্য যারা যারা অপেক্ষা করতেন" এইকথা বলার স্পর্ধা আমার নাই , তবে আমার আউল-ফাউল কমেন্ট যাদের পোস্টে পড়তো অর্থাৎ
"তনুজা আপু , নুশেরা আপু , শত রুপা আপু , কাঁকন আপু , আখসানুল ভাই , অক্ষর ভাই , ...অসমাপ্ত ভাই , শম্পা আফা , রোবোট আঙ্কেল , লীনা দিলরূবা আপু , তামিম ইরফান ভাই , বুলবুল আহমেদ পান্না ভাই , একলব্যের পূর্নজন্ম দুলাভাই , হাসান মাহবুব ভাই , অগ্নিকন্যা আপু , গুপী গায়েন ভাই , টুশকি আপু , জনৈক-৩৬০ ভাই , জায়েদ ভাই , মেঘাচ্ছন্ন আপু , আকাশনীল ভাই , রুমানা বৈশাখী আপু , মেঘ আপু , ব্যার্থতার কাব্য ভাই , শূন্য আরণ্যক ভাই , কিশোরবালক ভাই , ব্লগেশ্বর ভাই , ~স্বপ্নজয়~ ভাই , মুক্ত বয়ান , সব্যসাচী প্রসূন , শিট সুজি"
সবার কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী , এর পর থেকে প্রথম কমেন্টটা না হোক , এটলিস্ট শেষের কমেন্টটা দেবার চেষ্টা করবো ইনশাল্লাহ .....
============================
আর আমার "লেডি" ময়নার কাছে সবচেয়ে বেশী ক্ষমাপ্রর্থী , সোনার ময়নারে জামায়াতে পঁচাই না কত্তদিন ...............
============================
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০০