আমার মা আগামী বৃহস্পতিবার সিলেট যাচ্ছেন , এর আগে কোনোদিন যাননি। উত্তেজনা উল্লেখ করা বাহুল্য।
মা মাজারে যাচ্ছেন। আমি বাংলাদেশ তীব্র-অত্যাচার বিশ্ববিদ্যালয় ( Bangladesh University of Extreme Torture , আমার বন্ধু সৌরভের দেয়া BUET এর এলাবোরেশন




আমি কোথাও যাবার আগে প্রথম ভেটোটা মার কাছ থেকে আসে ( দ্বিতীয়টা বাবা দেয় )। মার ধারনা আমি কোথাও গেলে সবার আগে পানিতে নামব ( এমনিতেও বুয়েটের ছেলেরা নাকি পানিতে নামলেই মরে



এবার একটু অপ্রাসঙ্গিক ব্যাপার নিয়ে বলি ..........
আমি যে বাবা-মায়ের কি ধরনের আদরের তা হয়ত অনেকে অনুমান করতে পারছেন। একটা কথা বলি , আমার মনে হয় আসলে অনুমান ও করতে পারছেন না


এবার প্রসঙ্গে ফিরে আসি ..........
সিলেটে যাওয়া নিয়ে মার উৎকন্ঠার শেষ নেই। বাবা এমনিতেই মাকে ছাড়া থাকতে পারেন না , তার উপর আবার পুরো দু-দুটো দিন মা দূরে থাকবে , বেচারা পুরো মিইয়ে গেছেন। মা শুধু বাবাকে শুনিয়ে শুনিয়ে বলছেন "বুঝলা ইমনাব্বা , ক্যামেরা নিয়া যাব। মাজারে আল্লা-বিল্লা কইরা ঘুরতে বাইর হব আর কুট্টুস্ কুট্টুস্ কইরা ছবি তুলব , হি: হি: হি:



তবে মার যাওয়া নিয়ে আমি একধরনের টেনশন বোধ করছি। আমার কোথাও যাওয়া নিয়ে মার করা অহেতুক দু:চিন্তা গুলো এখন আর অহেতুক মনে হচ্ছে না। এতদূরে যাবে , রাস্তায় কি না কি হয় তা নিয়ে চিন্তা ও করতে পারছি না , এলোমেলো হয়ে যাচ্ছে। যারা আমার প্রথম পোস্টটা পড়েছিলেন তারা তারা জানেন যে আমি একটি বাবুকে সবসময় কল্পনা করি। আজ মনে হচ্ছে , আমার মেয়ে আমার সাথেই আছে , আমার মা হয়ে। মা আমাকে বারবার যে কারনে বাধা দিতেন সেই কারনে মাকে ও বাধা দিতে ইচ্ছে করছে। না আমাকে ২ দিন নিজের হাতে খেতে হবে তার জন্য না , অন্য কোনো কারনে আমার বুকের মানিকটাকে দূরে যেতে দেখতে ইচ্ছে করছে না।
আপনারা দোয়া করবেন যেন মা সুস্থ অবস্থায় কোনো বিপদ ছাড়াই ফিরে আসতে পারেন। ভ্রমন সংক্রান্ত কোনো টিপস থাকলে জানাতে কার্পন্য করবেন না।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫৮