যার কারণে মালয়েশিয়া ঘুরার সাহস জোগাড় করলাম এবং উদ্যোগ গ্রহন করলাম তিনি এখানকার ব্লগার "সত্যচারী"। তাঁর মালয়েশিয়া ভ্রমণের পূর্ণ দৈর্ঘ্য গাইড প্রায় মুখস্ত করে এবং প্রিন্ট করে বগলে চেপে ধরে একদিন আমরা সত্যি সত্যি রাত ২ টায় কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঢুড়ুম করে নামলাম। আহারে কি সোর্ন্দয্য এয়ারপোর্ট---পরিষ্কার পরিচ্ছন্ন দেখলেই গড়াগড়ি দিবার মন কয়---হিথ্রো এয়ারপোর্টও এতো সুন্দর না।
অর্ধেক রাত হাঁটাহাটিঁ করে এবং বসে কাটিয়ে দিলাম। মাঝখানে ২/৩ বার বাইরেও বের হয়ে হাঁটাহাটিঁ করলাম কারণ এসির প্রচন্ড ঠান্ডা সহ্য হচ্ছিল না। বাইরে অনেক গরম। অনেক সাদা চামড়াকে দেখলাম চিৎ/কাৎ হয়ে দিব্যি সুখ নিদ্রা দিচ্ছে। ২/৩টি হালকা খাবারের দোকান দেখলাম, কিন্তু কিছুই কিনলাম না। তাই বলে পেটে পাথর বেঁধেও রাখলাম না। হালকা খাবার সাথেই ছিল। হালকাভাবে পেট ভরালাম।
ভেতর থেকে বাইরের টেক্সিগুলোকে দেখা যাচ্ছিল। মন বলছিল টেক্সি নেয় কিন্তু "সত্যচারী" ভাইয়ের (আমার বগলে ধরে রাখা) গাইড খাতা বলছিল খবরদার টেক্সি নিস না, ফতুর করে ফেলবে। তাছাড়া এতো গভীর রাতে বের হবার বুকের পাটাও আমার ছিলনা।
১ম পর্ব শেষ।
২য় পর্ব আগামীকালকেও আসতে পারে আবার কিয়ামতের পরেও আসতে পারে।
ছবি দেয়ার জন্য পীড়া দিবেন না কারন অজ্ঞাত কারনে আমার পিসিতে সামুর ছবি যুক্ত করার অপশনটা বেশ কয়েকদিন থেকে আসেনা।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:০৫