কেউ আমার কথা আমায় দেয় না
আবাগে উরায়
আমার ভালোবাসা আমার জন্য না
স্বপ্নে বিলায় ।
নিজের করে রাখতে চাই যাকে
সে লুকাতে চায় মেঘের আরালে
বাচঁতে চাই যাকে নিয়ে
সে বলে তাকে ছারা বাচঁতে ।
আমার ভালোবাসা নিষ্ঠুর
আর আমি আজ পাপি ,
আমার কান্না আজ মিথ্যা
কারণ , আমার ভালবাসার চোখ আজ বাধাঁ ।
আমার ভালোবাসা আজ সন্যাসী
আর আমি সাদা কাপোরে ঢাকা লাশ,
আমার ভালোবাসা আজ উদ্দোগী
আর আমি তার বাধাঁর কারণ ।
জানি আমার স্বপ্ন কোন দিন পূরণ হবে না
তুমি ছারা আমার কিছুই রবে না ,
কিন্তু বিশ্বাস আমি হারাবো না
তোমার বুক ছারা শেষ নিশ্বাস ত্যেগ করবো না.।.।.।।।
উৎস্বগ.।.।.।
আমার ভালোবাসা