অবস্থান
বিবেক আমার নতুন
ভালবাসা আমার পুরাতন
নিদ্রা করেছি বর্জন ।
খুশিতে আমি আত্যহারা
কান্না আমার সঙ্গীনী
তবুও ভালবাসতে ভুলিনী । ... বাকিটুকু পড়ুন

বিবেক আমার নতুন
ভালবাসা আমার পুরাতন
নিদ্রা করেছি বর্জন ।
খুশিতে আমি আত্যহারা
কান্না আমার সঙ্গীনী
তবুও ভালবাসতে ভুলিনী । ... বাকিটুকু পড়ুন
আজ তুমি অনেক দূরে
আমার মন থেকে দূরে নয়
কষ্টে থেকেও ভালো থাকার করছি আমি অভিনয় ।
খুব মনে পরছে সেই ফেলে আশা দিন গুলু
সারা রাত ঝগড়া করে , বিকেল বেলা বের হতাম দুজন
তোমার হাত ধরে , ভুলে জেতাম সময়ের প্রহর । ... বাকিটুকু পড়ুন
কেউ আমার কথা আমায় দেয় না
আবাগে উরায়
আমার ভালোবাসা আমার জন্য না
স্বপ্নে বিলায় ।
নিজের করে রাখতে চাই যাকে ... বাকিটুকু পড়ুন