সাইট নিয়ে উচ্ছাসের অন্ত নেই দেখা যাচ্ছে অনেকের মধ্যে। কিন্তু এর কারিগরি দিকটি এখনো এতো নড়বড়ে যে উচ্ছাসগুলি একটু অপক্ক বলে মনে হচ্ছে।
যেমন ধরুন - পোস্ট সংশোধন করার দুর্বলতা, ছবি আপলোডের জন্যে প্রায় শিশুতোষ ব্যবস্থা, বর্ণমালার অনেকগুলি হরফের অনুপস্থিতি, নবীনদের জন্যে এফ এ কিউ - এর অভাব, যুক্তাক্ষ রের হাফ - হার্টেড ব্যবস্থা, এমন আরো অনেক সমস্যার কথা কেউ বলছেন না।
আয়োজক - প্রকৌশলী ভাইয়েদের এ বিষয়ে কোনো চিন্তা ভাবনার কথাও তেমন বোঝা যাচ্ছে না। তাঁরা বোধ হয় ধরেই নিয়েছেন - বাড়ী তৈরী করে দিয়েছি, থাকলে থাকুন, তা না হলে - - -
কিন্তু ইউজারদের উচ্ছাস আর ভালোমানুষীর ওপর, আর যাই হোক, আপনাদের মতন একটি নতুন ওয়েব সাইট অনন্ত কাল নির্ভর করতে পারবে না।
আর তার পর - - - ফুড়ুৎ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০