মায়ের গর্ভে পুরুষের জন্ম অথচ তারা মায়ের জাতিকে অকারনে জ্বালায়, ইভটিজিং করে, নির্যাতন করে। কিন্তু কেন?
একাজে বেশী সহায়ক সিনেমা-টিভির বাছবিচারহীন কিছু ছবি-যেখানে ইভটিজিং, ধর্ষণ, নির্যাতন, অপহরণসহ নারীর বিরুদ্ধে সবধরনের কর্মকাণ্ডে পুরুষদের উৎসাহ শুধু নয় মারাত্মকভাবে লেলিয়েই দেয়ে হয় বলা যায়!!
অথচ যারা নারীনির্যাতন বা ইভটিজিংযের বিরুদ্ধে মুখে ফেনা তোলে--তাদেরই অনেকে এসব বস্তাপচা ছবি-সিনেমার নির্মাতা, ইনভেস্টর, পরিচালক কিংবা সেন্সর সনদ প্রদান করে থাকে।
তারা টাকার বিনিময়েই এসব করে বলে মনে হয়---নতুবা গাছের গোড়া কেটে আগায় পানিঢালার মত দুমুখো নীতি তারা নিয়ে নিজেদের লাইম লাইটে আনার এমন হাস্যকর কাজ করতো না।
সিনেমা-নাটকে যে পোশাক-আশাক পরিয়ে নারীদের দেখানো হয়--তা কি বাংলার নারীরা সমাজে পরে থাকে? তারা যা খাওয়ায় আমরা তাই বাধ্য হয়ে খাই গিলি?
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৪ রাত ১১:০০