এডাল্ট পোস্টের নামে এমন কিছু পোস্ট, ছবি বা ভিডিও বিভিন্ন ব্লগে দেখি, যা নারীদের জন্য লজ্জাকর এবং অসহনীয়। এটা কি বিকৃত মনের পরিচায়ক নয়? এটাও কি একপ্রকার ইভটিজিং নয়?
অনেকে হয়তো বিতর্ক করতে পারেন--কিন্তু নিজেকে একজন মেয়ের আসনে বসিয়ে ভাবুন তো--এতে ব্লগের পরিবেশ নষ্ট হয় কিনা? আর এতে তার নিজের সম্মান কি বাড়ে?
তা লেখেন পুরুষরাই নিজ নামে কিংবা ছদ্মনামে। অথচ তারা ভাবেন না যে, এসব আপত্তিকর ও রুচিহীন বিষয়ের পাঠক নারীরাও হতে পারে? এমনকি তার নিজের মা-ভাই-বোনও যে তার লেখার পাঠক হতে পারে--সেটাও তারা ভাবেন না?
সেই লেখার ভয়ে একজন নারী হিসেবে এখানে লিখতে আমি এদ্দিন সাহস পাইনি। আবার অনেকেই মেয়েদের সম্মান করতেও জানে না, নারীর পোস্টে যাতা মন্তব্য করে বসে--যা তিনি তার মা-বোনের ক্ষেত্রে পারতেন কি?
আজ পরীক্ষামূলকভাবে এই পোস্ট লিখলাম। আসুন নারীর অসম্মান করাকে ''না'' বলি----
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৯