কিছুক্ষণ আগে এক ব্লগার ভাই সামুর ব্লগার কমে যাচ্ছে বলে সমালোচনা করে মনের দুঃখে এ ব্লগ ছেড়ে অন্যব্লগে যেতে আগ্রহপ্রকাশ করেছেন। য়ামি তার কথায় আংশিক সহমতপোষণ করি যে, সামুতে ব্লগার কমছে এবং ভালোপোস্ট কমে যাচ্ছে। কিন্তু সামুর ওপরে বড় ব্লগ এখনো কন্টেস্টে আসেনি।
কিন্তু মন্তব্যকলামে নন্দীত নরকে বলেছেন: বাংলা ব্লগের মাঝে সামু-ই সবচাইতে পরিচিত ও বড়া সাইট। এর পরে আছে "সচলায়তন", তারপর যথাক্রমে "আমার ব্লগ", "প্রথম আলো ব্লগ", "টুডে ব্লগ", "ওয়ার্ড প্রেস"। অবশ্য এই লি্ষ্টে সচলায়তনের পরে "সোনার বাংলা ব্লগ"এর স্থান ছিল যেটা "হাসিনা ইনু" কর্তৃক বাংলাদেশে ব্লক করা আছে !
এর জবাবে আরেক ভাই আইন যতো আইন বলেছেন:
আামি আপনার ২য় বড়সাইটের তালিকায় পেলাম সামুর পরে বিডিটুডে ব্লগকে--কাজেই আপনার তথ্য ভুল ১০০%।
আমিতো প্রতিদিন সামুর সমান কিংবা কাছাকাছি পাই বিডিটুডেকেই--প্রথম আলো ৩০ এর কাছেই থাকে--অন্যদের অবস্থাও তাই--
কিছুদিন পরীক্ষা করতে পারেন যে, সামু আর বিডিটু'র ধারে-কাছেই অন্যরা নেই।
স্ক্রিনশট দেখুন এখনকার-
১।সামুর পরিসংখ্যান
২। বিডিটুডে এর পরিসংখ্যান
৩। সচলায়তন এর পরিসংখ্যান
৪। প্রথম আলো ব্লগ এর পরিসংখ্যান
৫। আমার ব্লগ এর পরিসংখ্যান
আমিও তার সাথে একমত নই বলে আমি তার উল্লেখিত সাইটগুলো ঘুরে আইন যতো আইন এর কথার সত্যতা পেলাম এবং নন্দিত নরকের কথা ভুল তাও জানলাম।
এমনকি এটাও জানলাম কয়েকজনের সাথে কথা বলে যে, সামুর সাথে একমাত্র বিডিটুডেই পাল্লা দিয়ে চলছে।
তাই ওই ভাইকে বলবো সামু এখনো সেরাই আছে আর আপনি অন্যব্লগে যেতে চাইলে যান। কিন্তু ব্লগার সংখ্যার বিবেচনায় আপনার সামু এবং বিডিটুডে ছাড়া ন্য কোনো ব্লগে যাবার পথ নেই।
এমাত্রই সামু ও বিডিটুডে'র ক্রিনশট দিলাম আবার দেখুন
১। সামু ব্লগ
২। বিডিটুডে ব্লগ এর লিঙ্ক
কয়েক হাজার বাংলাব্লগ পাবেন এখানে
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১১:০৩