পোলাপানদের যখন ভিডিও গেম খেলতে দেখি মেজাজটা বিল্লা হয়ে যায় (যদিও আমিও অনেক খেলেছি ছোটবেলায়) বিশেষ করে তাদের যখন ভাইসিটি খেলতে দেখি । আমার পাঁচ বছরের ছেলেকে ভাইসিটি খেলতে দেখে বললাম..
আব্বু এই গেমটা খেলো না, কম্পিউটারে আরো কতো সুন্দর সুন্দর ফ্ল্যাশ গেম আছে সেগুলি খেলো!
ছেলে: না, আমি এই গেমটা পছন্দ করি, এটাই খেলবো।
আমি: এই গেমটা কেনো পছন্দ করো?
ছেলে: এখানে পুলিশ মারা (পিটানো) যায়
আমি : তুমি পুলিশ পিটাবে কেনো?
ছেলে : পুলিশ আমার সাথে দুষ্ট করে, আমাকে দৌড়ায়
আমি: নিশ্চয় তুমি কোনো অপরাধ করেছো, তা নাহলে তুমাকে দৌড়াবে কেনো?
ছেলে : না... আমি পুলিশকে মারবো...
আমি : তুমি পুলিশকে মারলে পুলিশ তার দলবল নিয়ে এসে তুমাকে এরেস্ট করবে!
ছেলে: আমি ট্যান্ক নিয়ে আসবো পুলিশ আমাকে কিছুই করতে পারবে না। ট্যান্ক নিয়ে এসে পুলিশের গাড়ি ভেঙ্গে ... চুরে...
আমি : তা হলে পুলিশ হেলিকপ্টার নিয়ে আসবে, তখন
ছেলে: ত হলে আমি ট্যান্ক নিয়ে পানিতে নেমে পড়বো, আমার ট্যান্ক পানিতেও চলে
আমার তখন কান্দন ছাড়া কি কোনো উপায় আছে ইঃ- ইঃ. ইঃ- অ্যা- অ্যা- অ্যা
কোন ব্যাটায় এই ভাইসিটি গেম বানাইছে, কাছে পাইলে সত্যি সত্যিই তার নামে কেস করতাম
এইবার ছুটিতে বাড়ি গিয়ে দেখি ছেলে আর ভাগিনা মিলে একটা গেম খেলছে। আমি গিয়ে বললাম আব্বু তোমরা কি গেম খেলো?
জবাব আসলো "হাঁসের র্ফাম" কিছুক্ষণ গেমের দিকে খেয়াল করে বুঝলাম এতো দিনে পোলাপান একটা গেম খেলতেছে যেটাতে তাদের কিছুটা হলেও শিখার কিছু আছে।
তাহলে চলুন আমার সাথে হাঁস পালন করতে
Farm Frenzy (এখানে একটা ছবি হবে যা অনেক চেষ্টা করেও এড করতে পারলাম না /
প্রথমে কিছুটা নিয়ম বলে নেই।
আপনার হাঁস গুলি ঘাস খায়। আর ঘাস এর জন্য পানি প্রয়োজন তাই কুয়া থেকে পানি তুলতে হবে। আর একবারে বেশি পানি তুলতে পারবেন না বালতি দিয়ে বারে বারে তুলতে হবে।
হাঁস ডিম পাড়লে তা নির্দিষ্ট সময়ের মধ্যই গুদামে সংরক্ষণ করতে হবে তা নাহলে ডিম নষ্ট হয়ে যাবে।
গুদাম থেকে ডিম ট্রলিতে করে বাজারে বিক্রির জন্য পাঠাতে হবে। বাজার থেকে ট্রলি ফেরত আসতে কিছুটা সময় লাগবে। তাই আপনার খেয়াল রাখতে হবে এর ভিতরে গুদাম ভরে যায় কি না।
আপনি যখন পরের লেভেল গুলিতে যাবেন তখন ডিম সরাসরি বিক্রি না করে তা থেকে কেক বা পাঠা বানিয়ে বিক্রি করলে আরো বেশি টাকা পাবেন কিন্তু এর জন্য আপনাকে কেক বানানোর মেশিন কিনতে হবে।
ও মাঝে মাঝে কিন্তু আপনার র্ফামে ভাল্লুক আক্রমন করবে। ভাল্লুক কিন্তু আপনার হাঁস খেয়ে ফেলবে। ভাল্লুক আসলে তাড়াতাড়ি তাকে খাঁচায় আটকাতে হবে এবং তাকে বাজারে বিক্রিও করে দিতে পারবেন। ভাল্লুকের বাজার দর ভালো, কিন্তু আপনার গুদামে জায়গা থাকতে হবে।
টাকা হলে আপনি ভেড়া কিনতে পারবেন গরু কিনতে পারবেন। ভেড়া আপনাকে লোম দিবে আর গরু দিবে দুধ। ভেড়া গরু সবাই কিন্তু ঘাস খাবে তাই সেদিকে আপনার খেয়াল রাখতে হবে।
আপনি ইচ্ছা করলে একটি বিড়াল পোষতে পারেন, এই বিড়াল আপনাকে ডিম, লোম , দুধ সংগ্রহ করতে সাহায্য করবে।
আপনি ইচ্ছা করলে একটি কুকুরও পোষতে পারেন যা আপনাকে ভাল্লুক তাড়াতে সাহায্য করবে, তবে আমার মতে ভাল্লুক তাড়ানোর চাইতে তাকে ধরে বাজারে বিক্রি করাই বেশি লাভ।
এই গেমটাতে বাচ্চারা শিখতে পারবে কি করে অনেক গুলি বিষয় মাথায় রেখে সুষ্ঠ মানেজমেন্ট করতে হয়, কোন পথে এগুলে লাভ হবে বেশি। গেমে নেই কোনো ভায়োলেন্স/ মারপিট যা বাচ্চাদের চোখ মুখ লাল করে দেয় ।
শুধু বাচ্চারা না চাইলে বাচ্চার বাবা/মা রাও খেলতে পারেন।
খেলতে চাইলে এখানে থেকে ডাউনলোড করে নেন
কোনো সমস্যা হলে এই ফার্মারকে নক করিয়েন!
(অ: ট: ফার্ম এর মালিককে ফার্মার না বলে কৃষককে ফার্মার বেলে কেনো? / )