জীবনে এই প্রেথম সামুতে আমার নীকের অ্যাকটিভিসনের একটি বছর অতিক্রম করলো ।সকল সহ ব্লগার ভাই বোন বন্ধু বৃন্দকে আমার ব্লগ বষপূর্তি উপলক্ষে একটি চাঁদ ও লক্ষকোটি তারার ভালোবাসা জানাই । তার সাথে বষপূর্তির শুভেচ্ছাও থাকল ।
কি করে কি ভাবে কি বা লেখে পড়ে একটি বছর হল পার
পেলাম না ভাই বোন বন্ধুরা একটুও টের
সবাই যেন সবার আপন
আছেন সামুতে যত লেখক গণ
দেখলে পড়লে মনে হয়
একে অপরের পরম আপন আত্মীয়স্বজন ।
একে একে কয়েকবার সামুতে অ্যাকাউন্ট খুলেছিলাম কিন্তু সেগুলো বেশিদিন ধরে রাখতে পারিনি । সেই নীকগুলো সব সামুতে থাকা হ্যাকার সাহেবেরা হ্যাক করেছেন । যাই হোক এই নীকটি জানি কিভাবে হ্যাকার সাহেবেদের চোখ ফাকি দিয়ে চোখের আড়াল দিয়ে একটি বছর অতিক্রম করলো ।সে জন্য সেই সকল হ্যাকার সাহেদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই এই জন্য যে তারা এবার আমার এই নীকটিকে হ্যাক করেন নাই। একই সাথে আমার বর্ষপূতিতে সামুর কৃতপক্ষকে এবং সামুর পুরো ব্লগটিম দলবলকে আমার আন্তরীক ভালোবাসা ও বর্ষপূতি শুভেচ্ছা এবং ধন্যবাদ ও অনেক অনেক কৃতজ্ঞতা জানাই ।
ভাই আমি তেমন গুছিয়ে গাছিয়ে লেখাঝোখা করতে পারিনা তাছাড়াও বানানেও ২০০ শব্দের ভিতরে ৪২০টি হয় ভুল তাই বর্ষপূতি পোস্টও দেয়ার তেমন কোন সাহস বা ইচ্ছা ছিল না কিন্তু সামুতে এই প্রথম আমার নীকের একটি বছর শেষ হল তা সে সুখবরটি সকলকে না জানালেই যেন নয় ।
এখানে জয়েন্ত করার আগে অবশ্য আমি বেশকিছু ব্লগ গুরে দেখেছি ।কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে বা ভাল লাগে সামুর এই বৃহত্বর পরিবারটি ।
এখানে অনেকে অনেক ভালো ভালো লেখা পোস্ট করেন । গল্প কবিতা ছড়া রম্য আরো কত কি পোস্ট বলা চলে সামু একটি আদর্শ জ্ঞ্যানের ভান্ডার । আবার অনেকে পোস্ট দেন সেগুলো কিছু দেশের কাজে সমাজের কাজে তাছাড়াও সরকার ও বিরোধী দলের কাজে লাগে । এছাড়াও অনেকে অনেক পোস্ট দেন সেগুলো আমার পোস্টের মত অকাজের ।ছেড়া ফাটা হাতের লেখা ।
আমি জানি আমি যেমন কাজের না তেমন আমার পোস্টগুলোও কোন কাজের না । তবুও রোজ যদি এক দুইবার সামুতে ঢু না মারি মনে হয় পেটের ভাত হজম হয় না ।তাই রোজই কিছু একটা লেখার চেষ্টা করি পোস্টও দেই কিন্তু কিছুতেই সেই লেখাগুলো লেখা হয় না ।
তবে হ্যা এখানে অনেকের লেখা গল্প কবিতা পড়ে সাথে অনেকের মন্তব্য পেয়েও অনেক সময় অনুপেরিত হয়েছি ।
তবে সামুর সকল লেখকেরা খুব ভাল তাদের গুনগাণ যা বলে শেষ করার নয় । তবে ভালোর মধ্যে খারাপ যে থাকবে না তেমন কথা নাই ।তবে এখানে যারা খারাপ তারাই আবার ভালো । আবার যারা ভালো তারাই খারাপ । এক কথায় সমানে সমান ।
এবার দেখে নেয়া যাক আমর ব্লগের জরীপ
আমার ব্লগের পরিসংখ্যানঃ
পোস্ট করেছি: ৩০২টি
মন্তব্য করেছি: ২৪৯৫টি
মন্তব্য পেয়েছি: ২৮০৯টি
ব্লগ লিখেছি: ১ বছর ১২ ঘন্টা
অনুসরণ করছি: ১৬ জন
অনুসরণ করছে: ৫০ জন
রিতিমত কাজের না হলেও অকাজের বহু পোস্ট দিয়েফেলেছি ।
এর পর আসুন দেখে নিই আমার
মডারেশন স্ট্যাটাস এর কি ফলাফল বা কোন অবস্থানে আছি?
ব্লক
ওয়াচ
জেনারেল
সেফ
আপনি একজন নিরাপদ ব্লগার
আপনার লেখা সরাসরি প্রথম পাতায় সকল পোস্ট অংশে প্রকাশিত হবে। আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা নির্বাচিত পাতায়ও প্রকাশ হতে পারে।
না আপাতাত এখানের অবস্থান ভালইতো আছে । যাক ভাল থাকাই ভাল ।
চলুন কষ্ট করে আরেকটু নিচে নেমে আমার ব্লগ ইনফরমেশন প্যানেলটা এক নজর দেখেনিই
পোস্ট পর্যবেক্ষণ (০)
অদেখা মন্তব্য সমূহ (০)
আমার ড্রাফট (২৭)
নতুন নোটিশ (০)
এরপর আসুন আরেকটু নিচে নেমে যাই অর্থাৎ সাম্প্রতিক যারা আমার ব্লগ দেখেছেন তাদের নাম গুলো দেখেনেই।
১। মাহবুবুল আজাদ
২।আধারে অভ্রনীল
৩।ঝালমুড়ি আলা
৪।মিন্টুর নগর সংবাদ
৫।ব্লগ সার্চম্যান
৬।নেয়ামুল নাহিদ
৭।কালের সময়
৮।শাহজালাল হাওলাদার
৯।☺
১০।ফেরদৌস প্রামানিক
১১।শাহরিয়ার কবীর
১২।নুরএমডিচৌধূরী
১৩।ইসমাইলহোসেন০০৭
১৪।সুদীপ কুমার
১৫। রাশেদুর রনি
১৬।প্লাবন২০০৩
১৭।***মহারাজ***
১৮।উত্তরের উপাখ্যান
১৯।প্রামািনক
২০।ব্লগার মাসুদ
আসুন একটু পাশের দিকে ফিরে তাকাই সেখানের ফলাফল জেনে নিই ।
আমার ব্লগটি ৫৩২২৬ বার দেখা হয়েছে
দুঃখের বিষয় পোস্ট করেছি ৩০২টি কিন্তু সেগুলো ভিতরে কৃতপক্ষের দয়ায় মাত্র গুটি কয়েকটি পোস্ট নির্বাচিত পাতায় এবং আলোচিত পাতায় স্থান পেয়েছে ।
আলোচিতপাতায় স্থান পেয়েছে যে পোস্টগুলো
১।পাকিস্তান ভারতের দিকে তাক করে রেখেছেন ১৩০টি পাক পরমাণু বোমা!
২।এই মেয়েটি মানুষ না!
৩।চাঁদে অবতরণ ছিল সম্পূর্ণ ভাবে একটি সিনেমার দৃশ্য
৪।লগ ব্যবহারের শর্তাবলী : সকলের মনে রাখা উচ্চিত।
৫।পৃথিবীর সেরা কিছু ভুল ।
৬।যদি সুখী হতে চান তাহলে সুন্দরি না দেখে মেয়েদের কয়েকটি গুণ দেখে বিয়ে করুন !
৭।সাবধান আপনার আসে পাশেই কোথাউ গোপনে পর্নোগ্রাফির শ্যুটিং হচছে নজর রাখুন ।
৮।দ্রুত পেটের মেদ কমাতে ৩ টি দারুণ পানীয়
প্রেমে বিচ্ছেদ নিজের শরীরে আগুন দিলো ঢাবি ছাত্রী
৯।মুসলমানরা ইউরোপ দখল করবে
১০।ফেসবুক ইউজারদের জন্য একটি ভালো খবর
১১।দুইজনের সংক্ষিপ্ত কিছু কথা
আরো দুইচারটি আলোচিত পোস্ট বাদ পরেগেছে । যাই হোক নির্বাচিত পাতায় যে দুইচারটি গেছে সেগুলো সংযোগ করলাম না ।
এখানেই ইতি টানলাম । কৃতপক্ষ সহ সকল সহ ব্লগার ভাই বোন বন্ধু লেখকবৃন্দদের প্রতি আবারো বর্ষপূতির শুভেচ্ছা থাকল ।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৫