প্রিয়তমার হাতের স্পর্স করছে স্নিগ্ধ
দেখিয়েছে নতুন দিগন্তে নতুন স্বপ্ন !
তাহার দেহের রূপ রস গন্ধে
মুগ্ধ এ মন,
থেকো তুমি এই রূপে প্রতিটা সময়
থেকো প্রতিটা ক্ষন ।
ভোরের পাখীরা নাম দিয়েছে তোমায় প্রিয়সী
আমি তোমায় কি নাম দেবো
সে কথায় ভাবছি ।
যদি হয় কোন ভুল
সে ভুলে ঝরে যায় যদি আমার প্রিয়তমা ফুল ।
লাগে মনে কতযে ভয়
তোমায় নিয়ে নতুন নতুন অনেক স্বপ্ন দেখা হয় ।
আমি তোমার রূপে মুগ্ধ,
সেই মুগ্ধ ছোঁয়ায় আমায় জাগাবে প্রতিটি প্রহর,
যদি থাকে ঘোর আঁধার
সেখানেও আলো ফুঁটাবে চাঁদ ভরা মুখ প্রিয়া আমার ।
তোমায় দেখার দীর্ঘ আশা নিয়ে
চাঁদ তারা জেগে থাকবে সারা রাতভর
ওগো তোমার রূপের কাছে যে লজ্জা পাবে
শেষ ভোরের স্নিগ্ধ পবিত্র আলোর শেষ প্রহর ।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩