আজ অনেকদিন পর তোমার বাড়ি এলাম,
নিমন্ত্রণ ছিলো না যদিও তবু ঘুরতে এলাম।
আজ অনেকদিন পর তোমার কাছে এলাম,
সময়ের স্রোতে তোমায় আমি ভুলতে বসেছিলাম।
আজ অনেক দিন পর লিখতে বসলাম,
ছন্দ নেই, কাব্য নেই ,সুর নেই তবু আঁকাবুকি কিছুক্ষন করলাম।
মুছে মুছে বার বার একই বাক্য বিনিময় করলাম,
আজ অনেকদিন পর তোমার সাথে হাত মিলালাম।
কেমন আছো ? চিনতে পারছো কি আমায় ?
সেই যে বছর কয়েক আগে একাকীত্বের সময় গুলো তোমায় দিয়েছিলাম ?
এখন আমি বড়ই ব্যস্ত তাই তোমার বাড়ি পা দিতে বছর দুই দেরি করে ফেললাম ,
আজ অনেকদিন পর তোমার ঘরে পা দিয়ে পুরনো দিনে ফিরে গেলাম ।
আমি আছি বেজায় ভালো , দেশে ছেড়ে বিদেশ পাড়ে
জমিয়েছি আস্তানা বদ্ধ ঘরে, নিরব এক অসময়ে,
তুমি আছো তো বেশ ?
তোমার বাড়ি জমজমাট নেই অভাবের লেশ।
আজ অনেকদিন পর তোমায় কিছু বলতে এলাম,
আমিভূত মরে নাই সে ডুবে আছে অতল বিষণ্ণতার গভীর কূপে
আজ বহুদিন পর মন খুলে কাউকে কিছু বললাম,
সামু আজ অনেকদিন পর আজ কিছু লিখলাম।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৫ ভোর ৪:০২