পরের বর্ষায় তোমার দেয়া কদম আমার খোঁপায় পড়ব না ,
বলে দিচ্ছি এ বর্ষাই তোমার আমার শেষ বর্ষা ,শেষ বর্ষবরন -বিদায়
এরপরের বর্ষায় আমার সাথে বৃষ্টিতে তোমার আর ভেজা হবে না ।
কি ভেবেছ ? আসবে না তাই না ? এসো না আমিও আর পেছন ফিরে তাকাবো না
বৃষ্টির কান্নায় চোখ মেলাব না , তোমাকে ভুলে যেতে আমার খুব বেশিদিন লাগবে না ।
খুঁজব না তোমায় আমি ,খুঁজব না তোমার স্মৃতি
আমার আমিকে অতি দ্রতই গুটিয়ে নিচ্ছি ।
গোলাপ কিংবা গ্লাডিওলাস চাই নি প্রত্যাশা ছিল এক মুঠো কদম ফুলের
এক হাতে কদম নিয়ে তুমি থাকবে দাঁড়িয়ে অন্য হাত থাকবে আমার হাতে
এই অল্পই চাওয়া ছিল অথচ তুমি সেই দূর হতে ঠায় দাঁড়িয়ে তিরস্কারের হাসি হাসছ !
আর আমি এখানে তোমাকে পাবার আশা করেই ক্লান্ত হচ্ছি ।
_____ আমার ঘরের পাশে কিছু গাছ আছে আমার প্রিয় কিছু সাদা রঙের ফুল ফোটে এই বর্ষায় , আমি তাদের সুবাসে সিক্ত হই । আমার কদম প্রিয় , ঝুম বৃষ্টি ভালো লাগে , সিলেটি বৃষ্টি সারাদিন ধরে মুষলধারে বইবে , কান্না ধুয়ে যাবে , আনন্দের বাধ ভেঙে যাবে এমন বৃষ্টি ভালো লাগে । অফিসে যাবার সময় খুঁজতে থাকে মন আপনা থেকেই কদম গাছ ! দেখতে দেখতে প্রায় চারটা কদম গাছ পেয়ে গেছি ! আজ বাসায় ফেরার পথে কিছু বাচ্চা ছেলে হাত মুঠো করে কদম নিয়ে ঘুরছিল , আমি ওদের ডাকতেই ওরা আমার নাগাল ছাড়িয়ে গেল কেউ আমায় কদম দেয় না চায় না আমি কদম হাতে নেই সেই আফসোস থেকেই লেখা এই লেখা ! খুবই ফালতু লেখা !
আমি জানি সে আসবে না , কদম ফুল তো দুরের কথা দুটি কথাও হবে না
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৩ রাত ১১:৩০