তার বুকে মাথা রেখে কাঁদতে চাই,
একদিনের জন্য একজন বাবা চাই
হাউমাউ করে কান্নার জন্য তাকে জড়িয়ে ধরতে চাই।
একদিনের জন্য একজন বাবা চাই
দুহাত তুলে প্রভুর নিকট দিল খুলে প্রার্থনার জোয়ার চাই ,
একদিনের জন্য একজন বাবা চাই ।।
জ্বরে ,শোকে , ব্যর্থতায় যে বাবা বকা না দিয়ে আদর করে বুকে তুলে নিবে ,
রোজ ক্যান্ডী আর পরীক্ষার পর আইসক্রিম নিয়ে আসবে
এমন বাবা চাই ,আমি একদিনের জন্য একজন বাবা চাই ।
যে বাবা মেয়ের পছন্দ হয়নি বলে একাসাথে ঈদে দুটো ড্রেস নিয়ে হাজির হত ,
মেয়েরা দেশি মুরগী ছাড়া খেতে পারে না বলে লোকাল বাসে চড়ে দূরের হাট থেকে যে বাবা বাজার করে আনত ,আমি সেই বাবাকে চাই ।
আমি সেই পরিশ্রমী বাবাকে
যে বাবা হাল চড়িয়ে নিজের পড়াশুনা করেছেন ,
যে বাবা খুব ছোট চাকুরী করেও কন্যাদের বড় অফিসার বানানোর চেষ্টা করে গেছেন,
আমি একদিনের জন্য সেই বাবাকে চাই ।
বাবা একদিনের জন্যে হলেও দেখে যান
আমাদের আনন্দের সাথী হন, দুঃখের বাধা হন ।
আমাদের জন্য দু’হাত তুলে প্রভুর দরবারে মুনাজাত করে দিয়ে যান ,
বাবা একদিনের জন্যে হলে আমাদের সাথে থাকেন ।
আমি একদিনের জন্য একজন বাবা চাই
উৎসবগুলো আপনার সাথে উপভোগ করতে চাই
বিপদগুলো আপনার সাথেই ধৈর্য ধরে অতিক্রম করতে চাই ,
বাবা আপনাকে একদিনের জন্য আমরা চাই ।
আপনাকে ভালোবাসি এই কথাটি জানাতে চাই
আপনার দুইপায়ে দুবোন বসে থেকে আপনার খাবার পাত এঁটো করতে চাই ,
আপনার রেখে দেয়া চায়ের ভাগটুকুতে চুমুক দিয়ে চায়ের নেশায় মাততে চাই ,
বাবা মাত্র একটা দিনের জন্য হলেও আপনাকে চাই
আপনিসি একটা কল করে যাই বলবেন তাই শুনতে চাই
আপনি বকা দিবেন ? দেন তাও হা মুখে গিলতে চাই।
আপনি করলা খাওয়ার জন্য মারতে গিয়েছিলেন ,
আমি আপনার জন্য পৃথিবীর সব তিত-করলা খেতে চাই
বাবা আপনাকে চাই ,আপনাকেই চাই ।
অসহায় লাগে ,ভয় লাগে সহায় না খুঁজে পাই
তখন আপনাকে কাছে পেতে মন ব্যাকুল হয়
আমি একদিনের জন্য একজন বাবা চাই ।
আব্বু বলে চিৎকার করে মনের চাপা কান্না গুলো আপনাকে জানাতে চাই ,
আব্বু আমি পরকালেও আপনার মেয়ে হয়েই থাকতে চাই ,
আমি একদিনের জন্য একজন বাবা চাই ।
যে বাবা মেয়ের রোগ সারানোর জন্য জেলায় জেলায় ডাক্তার , কবিরাজ , পীর হুজুর বাদ দেননি
যে বাবা এক কম এক হালি মেয়ে নিয়েও ছেলের শোক করেন নি ,
আমি এমন বাবার মেয়ে হতে চাই
আমি একদিনের জন্য এমনই একজন বাবা চাই ।
সে বাবা যিনি প্রতি সপ্তাহের ছুটিতে এলেই মেয়েদের নখ কাটতে কাটতে মেয়েদের সাথে গল্প করতেন
সেই বাবা যিনি রাতের নাটক দেখার জন্য আমাদের দাওয়াত দিয়ে টিভি রুমে ডেকে আনতেন
সেই বাবাকে কিছু দিতে চাই ।
আমার বেতনের টাকা দিয়ে আপনাকে একটা বাড়ি করে দিতে চাই ,
যে বাড়ির স্বপ্ন বুকে নিয়ে আপনি শুয়ে আছেন বাড়ির অপরপার্শে মাটির ঘরে
বাবা আপনার সখ গুলো পুরন করতে চাই ,
যে স্বপ্ন আমাদের মানুষ করার সংকল্পে আপনি ভুলে গিয়েছিলেন
বাবা আপনাকে আর মাকে নিয়ে দেশেই কোথাও ঘুরতে যেতে চাই ।
বাবা আমি একদিনের জন্য হলেও আপনাকে বাবা হিসেবে পেতে চাই
একদিনের জন্য একজন বাবা চাই
আমি একদিনের জন্য একজন বাবা চাই ।
বি:দ্রঃ আজ অফিসে কাজের মধ্যে দুইটা ভুল ধরা পড়েছে তখন থেকে খুব কান্না পাচ্ছিল তখনি লিখে ফেললাম বিকেল ৪ টার দিকে । আমার সব সময় মনে হয় আব্বু দোয়া করলে বোধহয় আমার সমস্যা মিটে যাবে কিন্তু আব্বু কই পাব ? সমস্যা মাথায় নিয়ে বসে আছি
আমার জন্য কি একটু দোয়া করা যায় ?
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৩ রাত ১২:৫০