ওরে তোরা শোনরে আমি আজ হয়ে গেছি চাকর-চাকরানী,
গতকালও যে ছিলাম পিতার কোলের মহারাজা-মহারানী ।
ওরে আমি তো আজ চাকর-চাকরানী !
ওহে সুধী তুমি কি ভেবেছো ?
তোমার অধীনে চাকুরী করি –তোমার খাই নাকি পড়ি ?
তোমার কেন এত দাপট ?
ওহে তোমার কলমে আমার চাকুরী যেতে পারে সত্যি
তার মানে কি আমি তোমার জলসার নর্তকী ?
তোমার মুখের ঝাড়িতে তোমার কথার আড়িতে
আজ আমি ক্ষতবিক্ষত !
ওহে মাননীয় মনে রেখো তুমিও কিন্তু রইবে না অক্ষত ,
সেদিন তুমিও হবে আজিকার আমার মতো মহারাজার চাকর-চাকরানী।
ওরে আমি তো হয়ে গেলাম এখন চাকর-চাকরানী !
করি দিনভর পরের গোলামি ,খাই মশলা যুক্ত বসের ঝাড়ি ,
করিনাতো গ্যালনভর্তি তেলের সর্দারি ,
তাইতো বিকেল না হতেই আমি এই চাকর- চাকরানী হয়ে যাই কাবাবের পুরি ।
ওরে আমিতো আজ চাকর- চাকরানী !