হ্যালো বাংলাবাসী ,
আপনার সবাই জানেন গতকালের টি২০ ক্রিকেট ওয়ার্ল্ডকাপের ম্যাচে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে মাত্র এক রানে পরাজিত হয়েছেন । ব্যাপার সকল বাঙ্গালীর জন্যই দুঃখজনক । কিন্তু তার চেয়েও দুঃখজনক হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম এর ফ্যান দের ম্যাচ হারার ফলে রিএকশন ।
চলুন কিছু ফ্যান রিএকশন দেখে নেই । এবং আমার জবাব
১।
এইটা কি ভাই ??? সত্যিই !
আপনি কেমন করে তাদের ফ্যান হইলেন ভাই ?
আপনি মাদারচুদ বলে গালি দিলেন । জানেন মাদারচুদ মানে কি ??
২।
সত্যি নতুন করে দল গঠন করা দরকার ? দলে কাকে নিবে আপনাকে ? আচ্ছা এক ওভারে যেন কয়টা বল থাকে ?
৩।
ভাই ওরা যদি বলদ হয় তাইলে আপনি হইলেন বলদের গু ।
৪।
সাকিব তামিম দেশ শেষ করলো !
আচ্ছা কয়দিন আগেই না সকাল বিকেল তাদের নামে পুজা দিলেন ?
৫।
ভাই স্কয়ার লেগ অঞ্চল কোন টা ?
৬।
আমি আর ভাল ভাষায় কিছু বলতে পারছি না আপনারাই পিকচার দেখে নিন ।
কি বলবেন এদের ?
আবার বলছে বর্তমান টিমের খেলোয়াড় দের নাকি পদত্যাগ করা উচিত । হ্যা ভাই আসলেই পদত্যাগ করা উচিত কারন তাদের আপনাদের মত ফ্যান আছে ।
এইতো একদিন আগে তাসকিন তাসকিন কইয়া ফেইসবুক টুইটার ব্লা ব্লা ফাটাই ফেললেন । কই ম্যাচ হারার তাসকিনের কথা একবার ও মনে পড়লো না ?
এবার আমার দুই লাইন শোনেন ,
টিম হারছে ঠিক আছে । মন খারাপ আপনার না যতটুকু তার চেয়ে কয়েকগুন খেলোয়াড় দের । পারলে তাদের সান্তনা দিন । আপনার কি মনে হয় তারা সোস্যাল মিডিয়া চালায় না ? তাদের চোখে যখন এইগুলা পড়ে তখন তাদের কেমন লাগে একবার ভেবে দেখেছেন ?
বাংলাদেশ টিমের যথেস্ট স্কিল আছে কিন্তু এখনো বড় ম্যাচ কিভাবে খেলতে হয় এই মেন্টালিটি টা তৈরী হয় নাই । এক্টূ সময় লাগবে । কিন্তু আমরা পারবো । তাদের যথাযথ মর্যাদা এবং সাপোর্ট দেন তারা অনেক ভাল কিছু করে দেখাবে ।
তারা যে আসলে কি পরিমান কস্ট করতেছে আপনার আমার কোন ধারনাই নাই । একটা বল যখন ধরতে যান তখন হাতে কি পরিমান ব্যাথা লাগে সেটা যে একবার ধরেছে সেই জানে । আমার এখনো মনে পড়ে শীতের দিনে একটা ক্যাচ ধরেছিলাম , এর পর ঘন্টাখানেক পর্যন্ত হাত লাল হয়ে ছিল আর ঝম ঝম করে ব্যাথা করছিল ।
পরকথা ,
আমরা বাঙ্গালীরা হইছি হুজুগে মাতা বাঙ্গালী । আমাদের শুধু দরকার একটা টপিক । যেইটা নিয়া আমরা ইচ্ছামতো লাফাইতে পারি ।
কয়েক দিন আগে ছিলো ব্যাঙ্ক এর টাকা হ্যাকিং , এরপর জুনায়েদ , এরপর তাসকিন , তনু , এবার ম্যাচ হার ।
এভাবে এক এক টা করে টপিক আসতেই থাকবে আর আমরা বাঙ্গালীরা লাফাইতেই থাকবো ।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৬ ভোর ৫:১৯