যারা মাইক্রোওয়ারকারস-এ কাজ করেন (সেই সাথে এই রকম অন্যান্য ওয়েব সাইটের কথাও বলছি) তারা একটু বলেন তো দেখি এখানে কাজ করে আয় করা বেশি সহজ না কি রাজমিস্ত্রি কিংবা মাটিকাটার কাজ করা বেশি সহজ! আমার কাছে মনে হয়েছে জমিতে কামলা খাটা বা রিকশা চালানোর চেয়ে কঠিন এবং অসম্মানজনক কাজ হচ্ছে এইসব সাইটে কাজ করা।
আর একটি প্রশ্ন যারা পিটিসি সাইটে কাজ করেন তাদের বলি- বলেন তো ঢাকায় একটি চোরাই মোবাইল সেট ক্রয়-বিক্রয় ব্যবসা রয়েছে এর চাইতে কি চিট্ ব্যবসা নয় এই পিটিসি! এরপরও কেন এতো সাফাই গাওয়া হয় প্রতিনিয়ত এই অন লাইন আয়ের?
মাইক্রোওয়ারকারস-এ ০.১০ ডলার আয়ের জন্য আপনাকে যতোগুলো কাজ করতে বলা হবে, তাতে রাগে আপনার চোখ-মুখ লাল হয়ে যাবে। তাও এই সব কাজ নাকি সোজা, এবং আপনি দিনে ৫০০শত বারেরও বেশি বার মাইক্রোওয়ারকারস ওয়েব সাইট রিলোড করে করে মাত্র ৩/৪টি এই রকম কাজ পেতে পারেন।
আর পিটিসি, আপনি শুধু ক্লিক করবেন আর টাকা গুনবেন, হাতে পাবেন না কখনও। সব চিট্ আর বোগাস।
পিরামিড কোম্পানী ডেসটিনি সম্পর্কে উপরের কথাগুলো নয়- নতুন কথা বলি, জীবন অতো সহজ নয়, টাকা কখনও হেঁটে হেঁটে আপনার পকেটে ঢুকবে না। এর জন্য সৎ, পরিশ্রমী ও বিশ্বাসযোগ্য কাজ আপনাকে অবশ্যই করতে হবে। যেখানেই শুনবেন, কম খাটুনীতে অ-নে-ক টাকা সেখান থেকে দূরে থাকুন। রাতারাতি বড়লোক হওয়ার আসলেই কোন বৈধ পথ নেই। অযথা স্বপ্ন দেখবেন না আর নিজের সময় ও অর্থ লোকসান করবেন না।
এই পোষ্টটি হয়তো হ য ব র ল হয়ে গ্যালো, কিন্তু তার চাইতেও হ য ব র ল হচ্ছে যারা এই বিষয়গুলো নিয়ে স্বপ্ন দেখে দেখে মূল্যবান সময় নষ্ট করছেন তাদের জীবন।