কিছু দিন আগেও মনে হয়েছিলো, বাংলা ব্লগগুলির মধ্যে এই প্রিয় সামু ব্লগটি খুবই পরিচ্ছন্ন ও সমৃদ্ধ ব্লগ এখনও ভালোই রয়েছে, কিন্তু ইদানিং কিছু বাজে ব্যাপার দেখছি। আমার সাথে আপনারাও নিশ্চয় একমত হবেন।
১। "ইন্টারনেটে আয় করুন" জাতীয় বহু পোষ্ট।
২। হাজার হাজার অনলাইন আয় সাইটগুলোর রেফারেলের ছড়াছড়ি।
৩। হেল্প চেয়ে না পাওয়া এবং এর বিপরীতে
হটকারিতামূলক কথা বার্তা এবং হতাশাজনক মন্তব্য প্রদান।
৪। অশ্লিল ভাষায় মন্তব্য দেয়া।
৫। অশ্লিল ভাষায় মন্তব্যের হাট বসে যাওয়া।
৬। অপ্রাসঙ্গিক মন্তব্য দেয়া।
৭। ব্যক্তিগত আক্রোশমূলক কথা বার্তা।
৮। আশংকাজনক ভাবে বাজে বাজে ১৮+ পোষ্ট বেড়ে যাওয়া।
৯। প্রতারণামূলক বিক্রয় বিজ্ঞপ্তি।
১০। অপ্রয়োজনীয় পোষ্ট শতবার রিপোষ্ট।
আসুন আমাদের প্রাণের কথা বলার এই প্রিয় ক্ষেত্রটিকে কি করে
আগের মতো সুন্দর পরিবেশে ফিরিয়ে নেয়া যায় সে বিষয়ে
আলোচনা করি।
ধন্যবাদ সবাইকে।