শুধু ভালোবাসা চাই
তুমি যদি আমার কাছে একটি নদী চাও
বর্ষা মৌসুমের ভরা নদী,
বিনিময়ে তোমাকে দেব সব উজাড় করে
শুধু ভালোবাসা পাই যদি।
তোমাকে নদী ও ঝর্ণার স্রোতে ভাসিয়ে দেব
ফুল পাখি সবুজ অরণ্য,
প্রকৃতির মত উন্মোচিত হও প্রতিদিন
আমার ভালোবাসার জন্য।
যেভাবে আকাশ মাটি উন্মোচিত হয়ে থাকে
ঠিক সেভাবে আমিও থাকি,
তুমিও পারো আউশ ধানের কিনার হতে
আমি কৃষকের স্বপ্ন আঁকি...।
এখন আমি শুধু তোমার ভালোবাসা চাই
ভালোবাসা পেলে বেঁচে যাবো,
প্রেয়সী কাছে এলে তোমার হৃদয়ের সাথে
আমার হৃদয়টা মিলাবো।