একটা সময় ছিল যখন কোনদিনও ভাবি নাই অনলাইনে বাংলা লেখতে পারব। কিন্তু সেই বাধা ভেঙ্গে দিয়েছে অভ্র। আরও কঠিন হত যদি এটা এভাবে বিনা মূল্যে ব্যবহার করতে না দেয়া হতো।
মোস্তফা জব্বার তার ব্যবসায়িক ক্ষতি হওয়ার কারণেই অভ্রের বিরুদ্ধে কথা বলছেন। কিন্তু মোস্তফা জব্বার তো অভ্রের মতো সুবিধা দিতে পারছেন না। তার বিজয় সফটওয়্যার তো ইউনিকোড সাপোর্ট করছে না। তাহলে তিনি কেন অনর্থক অভ্রের বিরুদ্ধে কথা বলছেন ?
আরেকটা ব্যাপার হল, মনোপলি ব্যবসা করার মানসিকতা থেকে মোস্তফা জব্বার মিথ্যাচারের আশ্রয় নিয়ে অভ্রকে পাইরেটেড বলে অপপ্রচার চালাচ্ছেন, কপিরাইট/প্যাটেন্টের জুজুবুড়ি দেখিয়ে ইউনিজয় লেআউটের বিরুদ্ধে বিষোদগার করছেন। এই জায়গাটাই সবেচেয়ে ভয়াবহ। তিনি প্রযুক্তিকে তার কাছে আটকে রাখতে চাচ্ছেন।
আমার কাছে মনে হয়, এই আচরণের মাধ্যমে তিনি তার লাভ নয়, ক্ষতি করছেন। তার এত দিনের ইমেজ মিশে যাচ্ছে ধুলোর সাথে। তার অর্জিত এত দিনের সমস্ত শ্রদ্ধা হারিয়ে যাচ্ছে ঘৃণার অতলে।
মানুষ সব সময় সুবিধাজনক নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করতে অভ্যস্ত। কেউ জোর করে তাকে পুরোনো প্রযুক্তিতে আটকে রাখতে পারে না। আটকে রাখা উচিত না। বরং নিজেকে নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেয়া উচিত।
মোস্তফা জব্বার নিঃসন্দেহে একজন গুণী মানুষ এবং শ্রদ্ধার্হ। কিন্তু তিনি যদি নতুন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে না নিতে পারেন এবং তার পুরোনো প্রযুক্তিকেই জোর করে ব্যবহার করাতে চান, তবে তিনি দ্রুতই বাদ পড়ে যাবেন।
আমরা সবাই অভ্রের ডেভেলপার মেহেদী ভাইয়ের পাশে আছি। আসেন, সবাই তার সাথে একাত্মতা প্রকাশ করে প্রোফাইল পিক পরিবর্তন করি।
জয় হোক অভ্রের।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




