দোকানদার বিডিআর আসল কামে ফিরা যাউক
তারপর তারা চাউল বেচা শুরু করলো। গরীবগো জন্য। বাজারে যখন মোটা চাল ৩গ টাকার বেশি, তারা বিক্রি করলো ২৫ টাকায়। এইটা সরকারি চাউল, নিজেরা লোকসান দিয়া বেচে নাই।
বিডিআর ও খোলা বাজারে খাদ্য মন্ত্রণালয় চাল বিক্রি শুরু করলেও বাজারে তার তেমন কোনো প্রভাব পড়ে নাই। তয় দরিদ্র্য মানুষ লাভবান হইছে। যদিও লম্বা লাইন দিয়া তারা ৩ কেজির বেশি চাউল পায় নাই।
এহন বিডিআর সেটাও করে না। এখন বিডিআর যা করতাছে তা হইতাছে মুনাফা। ঢাকা শহরের অনেক ভাল ভাল জায়গায় তারা সুপারস্টোর দিয়া বইছে। তার সামনে থাকে দীর্ঘ গাড়ির লাইন। গেলে দেখবেন মধ্যবয়সী মোটা সোটা মহিলারা এর প্রধান ক্রেতা। তাগো জইন্য কেটাকাটা করা সহজ হয় না।
বুঝা যাইতাছে এইটা বিডিআরের চিরস্থায়ী বন্দোবস্ত। ভালই লাভ হইতাছে বইলা মনে হয়। পাওয়া তথ্য সেইটাই বলে।
এইসব করতে যাইয়া তারা কি আসল কাজ ভুইলা গেছে? তারা কী আসল কাজে ফাঁকি মারতাছে?
এই প্রশ্ন উঠছে বিএসএফের গুলিতে দুই বিডিআর সদস্য মইরা যাওয়ায়।
বিডিআররে কই-আপনারা আপনাগো আসল কামটা করেন। ব্যবসায়ী বিডিআর চাই না, চাই সীমান্তরক্ষী বিডিআর।
১/১১ এর পর দেখতাছি সবাই সবার ভূমিকা ভ্ইলা গেছে। এহন অবশ্য সবাই আগের জায়গায় ফিরা আইতাছে। সবাই মুক্তি পাইতাছে। তয় বিডিআর কেন তার জায়গায় ফিরতাছে না।

স্বর্ণচোখ
(ষড়ঋপু সিরিজের তৃতীয় কাহিনি — লোভ)
⸻ সতর্কীকরণ: ছায়া পড়লে আলোও কাঁপে ⸻
এই কাহিনি কেবল একটি গল্প নয়। এটি এক মানসিক প্রতিচ্ছবি, যেখানে লুকিয়ে আছে মানব আত্মার... ...বাকিটুকু পড়ুন
এসব লুটপাটের শেষ কোথায়!
আধা লিটারের পানির বোতল দোকানদার কেনে সর্বোচ্চ ১২.৫০ টাকায় আর ভোক্তার কাছে বিক্রি করে ২০ টাকা। এগুলো কি ডাকাতি না?
গোপন সূত্রে যতটুকু জানা যায়,
প্রাণ ৮.৫ টাকা কেনা
ফ্রেশ ১০... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। চারুকলায় আগুনে পুড়ে গেল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদ্যাপনের জন্য বানানো দুটি মোটিফ আগুনে পুড়ে গেছে। এর মধ্যে একটি ফ্যাসিবাদের মুখাকৃতি ও আরেকটি শান্তির পায়রা।
আজ শনিবার সকালে চারুকলা অনুষদে... ...বাকিটুকু পড়ুন
ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা....
ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা
March for Gaza | ঢাকা | ২০২৫
বিসমিল্লাহির রাহমানীর রাহীম
আল্লাহর নামে শুরু করছি
যিনি পরাক্রমশালী, যিনি ন্যায়বিচার প্রতিষ্ঠাকারী,
যিনি মজলুমের পাশে থাকেন, আর জালেমের পরিণতি নির্ধারণ করেন।
আজ আমরা, বাংলাদেশের জনতা—যারা জুলুমের... ...বাকিটুকু পড়ুন
ডক্টর ইউনুস জনপ্রিয় হয়ে থাকলে দ্রুত নির্বাচনে সমস্যা কি?
অনেকেই ডক্টর ইউনুসের পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা বলছেন। এর জন্য সবচেয়ে ভালো উপায় নির্বাচন। আদালত যেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহাল করেছে সেহেতু ডক্টর ইউনুস তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন