উত্তর কোরিয়া তৃতীয় দফা পরমাণু বোমার পরীক্ষা চালানোর প্রস্তুতি শেষ করেছে। আগামী দু'সপ্তাহের মধ্যে এ পরীক্ষা চালানো হতে পারে মনে করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার দৈনিক চোসান ইলবো দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে আজ এ খবর দিয়েছে।
উত্তর কোরিয়া দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর পাংগি-রি'র কাছে ২০০৬ ও ২০০৯ সালে দু'দফা পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছিল। একই স্থানে তৃতীয় দফা পরমাণু বোমার পরীক্ষা চালানোর প্রস্তুতি শেষ হয়েছে বলে খবরে বলা হয়েছে। অবশ্য দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র প্রকাশিত এ খবর সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন।
দক্ষিণ কোরিয়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা চলতি মাসের ৮ তারিখে জানিয়েছিলেন, আগে যেখানে দু' দফা পরমাণু বোমার পরীক্ষা চালানো হয়েছিল তার কাছেই নতুন আরেকটি সুড়ঙ্গ তৈরি করেছে উত্তর কোরিয়া।
অবশ্য দৈনিক চোসানের আজকের খবরে বলা হয়েছে,এ সুড়ঙ্গের কাছে যে সব বালি ও মাটির টিবি ছিল তা আর এখন নেই। দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্র এর ব্যাখ্যা দিতে যেয়ে জানিয়েছে, পিয়ংইয়ং সরকার হয়ত সুড়ঙ্গে পরমাণু বোমা স্থাপন করেছে এবং পরে তা মাটি ও বালি দিয়ে চাপা দিয়েছে। অবশ্য কথিত বোমার বিস্ফোরণ ঘটানোর জন্য কোনো তার বা ডিটোনেটর বসানো হয়েছে কিনা সে বিষয়ে কিছু বলতে পারেনি। দৈনিকটির খবরে আরো বলা হয়েছে, কারিগরি দিক থেকে দু'সপ্তাহের মধ্যে পরমাণু বোমার পরীক্ষা চালানো উত্তর কোরিয়া'র পক্ষে সম্ভব।
ছয় থেকে আটটি পরমাণু বোমার পরীক্ষা চালানোর মতো পর্যাপ্ত প্লুটোনিয়াম উত্তর কোরিয়ার কাছে আছে বলে মনে করা হয়।