বাংলাদেশ ছাড়া দুনিয়ায় এমন কোন উন্নত দেশ নাই যারা ট্রাফিক আইন মানে না। অবশ্য বাংলাদেশকে উন্নত দেশ বলা যায় কি না তা নিয়ে মতভেদ থাকতে পারে। যদিও বিগত সরকার বাংলাদেশকে বারবার সিঙ্গাপুর মালয়েশিয়ার চেয়েও উন্নত বলতো।
বর্তমানে ঢাকা শহরে ঘন্টার পর ঘন্টা রাস্তায় অপচয় হয়। এটির উন্নতি হতে পারে শুধুমাত্র ৩ টি নিয়ম মানানোর ব্যবস্থা করতে পারলে।
১) যেখানে সেখানে যানবাহন থামানোো যাবে না। যানবাহন বলতে বাস, গাড়ি, রিক্সা, ভ্যান, চলন্ত দোকান অর্থাৎ চাকা আছে এমন যেকোন কিছু বুঝাবে।
২) রং সাইডে মানে উল্টা রাস্তায় কোন যানবাহন চলতে পারবে না।
৩) রাস্তায় কোন ফৌজদারী অপরাধ (যেমনঃ ছিনতাই, চাদাবাজী, মারামারি ইত্যাদি) করা যাবে না।
এই তিনটা বিষয় যদি কনফার্ম করা যায় তাহলে দেশের ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি আইন শৃঙ্ঘলা পরিস্থিতেও ঠিক হয়ে যাবে। প্রয়োজনে জনবল নিয়োগ করে হলেও এগুলো নিশ্চিৎ করতে হবে।
এবার বলি কি করে এটা সফল করা যায়? যেহেতু আমরা কেউ নিয়ম মানতে অভ্যাস্ত নই তাই এসব নিয়ম মানাতে হলে রাস্তায় রাস্তায় যথেষ্ঠ পুলিশ বা আইন শৃঙ্ঘলা বাহিনী নিয়োজিত করতে হবে। যেহেতু পুলিশ এখনো ঠিকমত কাজ করছে না ও আমাদের পর্যাপ্ত জনবল নাই তাই এই কাজে ছাত্রদেরকে নিয়োজিত করা যেতে পারে। প্রতিটি থানায় আর্মি অফিসারদের নেতৃত্বে ৫০০ জন করে ছাত্র নিয়োজিত করা যেতে পারে। তাহলে দেশে প্রায় ৩ লাখ ছাত্রের প্রয়োজন হবে। এই মুহুর্তে দেশে এরচেয়ে অনেক অনেক বেশী ছাত্রাছাত্রীরা দেশের জন্য কাজ করতে প্রস্তুত রয়েছে।
এভাবে ৩ মাস চালাতে পারলে জনগন একসময়ে বুঝবে যে আইন মানলে জনগনেরই লাভ। তখন কেউ আইন ভাংগলে জনগনই
তাদেরকে ঠেকাবে।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১৮