শিরোনাম দেখে কিছু বুঝতে পারছেন না?? তাহলে বুঝিয়ে বলি।
যেখানে আর্জেন্টিনা গত ২টি বিশ্বকাপে জার্মানীর কাছে হেরে বাদ পড়েছে সেখানে আর্জেন্টিনা জার্মানীর জন্য অভিশাপ হয় কি করে?? কারন আর্জেন্টিনার সাথে খেলা পড়লে জার্মানীর মন খারাপ হয়ে যায়। কারন গত ২ টি আশরে, আর্জেন্টিনাকে হারানোর পরের ম্যাচেই হেরে বাদ পরেছে জার্মানী। ২০০৬ তে আর্জেন্টিনাকে হারানোর পরের ম্যাচেই ইতালীর সাথে হেরে বিদায় নেয় জার্মানী, আর ২০১০ এ আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারানোর পরের ম্যাচেই স্পেনের সাথে হেরে বিদায় নেয় জার্মানী। এমন কি ১৯৯৮ তে হল্যান্ড একই পরিস্থিতির শিকার। আর্জেন্টিনাকে হারানোর পরের ম্যাচেই ব্রজিলের সাথে হেরে বিদায় নেয় হল্যান্ড।
১৯৯০ এর পর থেকে এই নিয়ম চলে আসছে। যে দলই আর্জেন্টিনাকে হারায় পরের ম্যাচে নিজে হেরে বিদায় নেয়।
আমি নিশ্চিত এবার ফাইনালের আগে আর্জেন্টিনার সাথে মুখোমুখি না হওয়ায় জার্মানী খুব খুশী।
এবার আসি ব্রাজিল প্রসংগে।
৯০ থেকে যতগুলু টুর্নামেন্ট হয়েছে সবগুলোতে ফাইনালের আগে যারা ব্রাজিলকে হারিয়েছে তারা প্রত্যেকেই রানার্সআপ হয়েছে। মানে ফাইনালে হেরেছে।
যেমন
১৯৯০ ব্রাজিলকে ২য় রাউন্ডে হারিয়ে আর্জেন্টিনা রানার্সআপ
১৯৯৪ ব্রাজিল চ্যাম্পিয়ন
১৯৯৮ ব্রাজিলকে ফাইনালে হারিয়ে ফ্রান্স চ্যাম্পিয়ন
২০০২ ব্রাজিল চ্যাম্পিয়ন
২০০৬ ব্রাজিলকে কোয়ার্টারে হারিয়ে ফ্রান্স রানার্সআপ
২০১০ ব্রাজিলকে কোয়ার্টারে হারিয়ে হল্যান্ড রানার্সআপ
এবার দেখা যাক ২০১৪ তে ব্রাজিলকে হারিয়ে জার্মানী রানার্সআপ হয় কি না???