অচেনা আমরা
তুমি আর আমি
কিংবা আমি আর তুমি
সব সময় আমরা হয়ে ওঠে না।
দুটি মানুষ একত্রে থাকলেই কি
দীর্ঘশ্বাসের অর্থ বোঝা যায় ?
জানা যায় কি পাশের আসনে বসা
যাত্রীর গন্তব্য কতদূর?
জানা যায় কি দিগন্তে দৃষ্টি মেলে
কে কোন অসীমতায় নিজেকে খোঁজে ?
তুমি আর আমি
কবিতার দুটি চরণ তো নয়।
একই ছন্দে চিনে নেবে নিজেদের।
কিংবা যেখানে তোমার কথা শেষ
সেখানে... বাকিটুকু পড়ুন