মা, ও মা
তুমি কোথায় ?
আজ বড় অসহায়…
কেন বার বার
তোমার কথা হয় স্মরণ।
দুদিন আগেও তো
তোমার কোলে মাথা রেখেছি
শীতল হাতের স্পর্শ দিয়েছ আমায়,
আজ দু’দিন তোমায় ছেড়ে
পেটের দায়ে পাড়ি জমিয়েছি ঢাকায়।
মা, ও মা
বুকের মাঝে আজ
কেন এতো হাহাকার ?
দেখা হয়নি কিন্তু
আজ তিন তিন বার বলেছ কথা,
তোমাকে বুঝতে দেইনি
বুকের মাঝে জমানো কান্না
আমি যে আর সইতে পারছি না।
মা, ও মা
তোমার ঐ মায়াভরা মুখ
আমার নয়নজলে ছবির মতো ভাসে
তবুও মা কেন এতো কষ্ট ?
খুব বেশি দিন তো নয়
গত বৃহঃ আর আজ শনি,
তুমি দোয়া করো মা রবি নয়
সোমে তোমার স্পর্শ নেব।
মা, ও মা
তোমার আলোতে
আজ দেখি আলো,
তোমার স্পর্শেই শীতল এ দেহ
তুমি ছাড়া কেমন করে রব এই ধরায় ?
মা, ও মা
ঐ দূর আকাশের তাঁরা গুলো যখন
মিটিমিটি করে জ্বলে,
আমার মনে হয় তুমি দিচ্ছ আমায় আলো
আঁধার পথ আর আঁধার হয় না মনে।
মা, ও মা
যদি কখনও আড়াল হয়ে যাও
আমার এ জীবন হবে আঁধার,
মিছে খেলা মঞ্চ জানাব বিদায়
দোয়া করো মা তোমারি আগে
যেন হয় আমার বিদায়।
উত্তরা, ঢাকা-১২৩০। রাত – ১১:০০, ১৫০৩১৪