"মা"
দিবা হলো গত
আঁধার ঘিরে এলো
সোনামণি কোথায় তুই
হৃদয়ের জ্বালা শুরু হলো
আয় আয় সোনা তুই ঘরে ফিরে আয়
নিরব ছায়া নয়নে এলো প্রায়
তুই যে আমার আঁধারের আলো
সাত রাজার ধন
তুই ছাড়া আমার কানন ধুধুমরুময়
"আমি"
লুকিয়ে লুকিয়ে মা তোকে অবলোকন
কোথা হতে এলো দুনয়নে এতো জল
এ হৃদয় যেন কোথা হারিয়ে গেল
মহাপ্রলয় চুর্ণবিচুর্ণ করছে মা তোর এ আহাজারি
করেছে ছোট্ট এ প্রাণের ধবংস তোর নয়নের জল।
আলোকে আঁধার মনে হয়
আসা-যাওয়ার এই ধরায়
সামান্য কিছুক্ষণ মা তুই আমায় না দেখে
ঐ দূর আকাশের কথা বারবার তোর মনে হয়
কিন্তু মা আমি, তোকে চোখের আড়াল হলে
এ পৃথিবীর মায়া-মমতা ছেড়ে দেব পাড়ি
তুই যেমনটি ঠিক তেমনটি আমি।
উত্তরা, ঢাকা-১২৩০, রাত: ১২:১০, ১১০৫২০১৪।