যা কখনো ভাবি নি-তাই করেছ তুমি
কেন বলো ..? এমন করে দু’দিনেই ভুলে গেলে
এ কষ্ট বা বেদনা শুধুই কি আমার- একটু কি নেই তোমার…!
আমি বলব না সবটুকুই তোমার, ভুল দু’জনার বুঝেও কেন বোঝা হলো না আর ।
এ মনেতে কষ্ট নেই, আছে শুধু জমানো অভিমান
মিথ্যাবাদী তুমি মনের শত বেদনায়;
আগে কেন নিজেকে প্রশ্ন করনি, আমি তোমার যোগ্য নই…
নাকি মনের চাহিদায় লবনের মতো একটু চেখে নিলে..? ভেব না সেদিন বেশি দূরে নয়…
দেহলোভী অর্থলোভী কুৎসিত সে মন
ব্যবসিক হবে, উচ্চ স্থানে ঠায় পাবে,
বললেও পারতে সেদিন…
বেশি নয় স্বল্প সুদে অল্প চাওয়া না হয় একটু পেতাম।
সম্পদ হারিয়ে অর্থ জমিয়েছ কতটুকুই পেলে আজ..?
পাবে কি ফেরত আর দিবে কি ফেরত..
একটুও আছে কি তোমার–সবই করেছ বিষ্ঠার মতো
আহ্ তবুও নষ্ট নয়…এটুকু নাকি যাবে মৎস খাতে।
নিজের সৌন্দর্য্যকে করেছে ব্যবহার–পেয়েছ উপহার
অভিজ্ঞতার উচ্চ শিখরে আজ তুমি, এখন কেন হাহাকার?
সেদিন ছিলে হয়ত তুমি ২০ কি ২৫ আজ হয়েছে ৪০,
থামবে কেন..? ঘড়ির কাটা আজও চলছে
তোমার কি থেমে থাকা মানায়…..?
শেষ বলে কি আর শেষ হয় বেলা
ঘড়ির কাটার মতো
জীবন তরীর ভেলাও তাই এমনি করে একদিন যাবে চলে
৪০- সে এসে ভাবছ কেন আজ আগের দিন ফেলে?
কিহবে আর ঘড়ি দেখে, যাচ্ছে সে যাবেই
তুমি আমি সবাই আছি সেই অপেক্ষায়
কষ্ট পাবে দুঃখ নিবে তবুও তো চলে যাবে
একটু না হয় ভুলের মাশুল সঙ্গে নিয়ে..।
কি ভাবছ অপলক চোখে, কি হবে আর চোখের জল ফেলে?
শূন্যহাতে আজ তুমি, দেবার মতো কিছুই নেই,
আজ নেই হাহাকার যতটুকু বেদনা দিয়ে ছিলে তুমি, আজ সেটুকুও নেই
তবে এই সময়টুকুর জন্যই বেঁচে আছি, এখনো আছি সেই আগের মতই…তোমার ভালবাসার অপেক্ষায়।