যদি তুমি বল তাহলে তাই, কিন্তু মানবে কি তুমি?
আমি আজ পাগল;
এ যে তোমার জন্য নয়…
তোমায় ভালবেসে পাগল হবার মানুষ আমি নই…
যতটুকু দেবার ঠিক ততটুকুই তোমায় দেব যা আমার রয়েছে।
ভালবেসে জীবনকে বলিদান করতে পারব না
পারব না ভালবাসা হারাতে, কিন্তু সত্যের পথে দ্বীনের পথে
এ জীবন বিসর্জন দিতে একটু দ্বিধা করব না;
তুমি যদি ভালবেসে থাক তবে কেন জীবন দিয়ে প্রমাণ করতে হবে ?
এ জীবন কি শুধুই তোমার জন্য…….?
যদি চলেই যাই কি হবে এ বিসর্জন দিয়ে
এ ভালবাসার কোন প্রয়োজন নেই।
এ পৃথিবীর এই সুন্দর আকাশ আজ কেন আঁধার মনে হয়
কেন জানি মনে হয় প্রতিটি কর্ম, পথ চলা,
ঐ আকাশ চুম্বী মনের আশা…কি হবে পূর্ণ করে ?
এখনও নিজেকে চিনতে পারনি…ভালবাসতে পারিনি কাউকে
পেলাম না ভালবাসা বৃথা আজ সকল কর্ম;
এ ধরায় হয়ত থাকব না যেতে হবে দূর অজানায়, কি সম্বল আছে?
এসব কথা মনে হলে মনে হয় চলে যাই
গভীর কোন সবুজের বুকে যেখানে মানুষ নামক হিংস্র কোন প্রাণী নেই,
নেই কোন হাহাকার……….