এর গত বছরের একটা প্রেস রিলিজ দেখেন। একটু মনোযোগ দিয়ে নিচের লেখাটা পড়েন আর দেখেন কোন গালিটা আপনার মাথায় প্রথম আসে ?
প্রেস রিলিজ তারিখঃ ২০ শে জুলাই ২০০৯। Bangladesh Submarine Cable Company Limited (BSCCL)
ডিজিটাল বাংলাদেশের উদ্দেশ্য সাধনের লক্ষ্যে সাবমেরিন কেবলের ব্যান্ডউইডথের সর্বোচ্চ সদ্ব্যবহার করা হবে ডিজিটাল বাংলাদেশের জন্য ইন্টারনেট সেবা সম্প্রসারন অপরিহার্য এবং এ প্রেক্ষিতে সাবমেরিন কেবলের
ব্যান্ডউইডথ ব্যাপকভাবে ব্যবহৃত হবে। দেশের এ চাহিদাকে সামনে রেখে বিএসসিসিএল ব্যান্ডউইডথের যথাযথ ব্যবহার এবং আগামী ৫ বছরের চাহিদাকে পুরনের লক্ষ্যে পর্যাপ্ত ব্যান্ডউইডথ সংরক্ষিত রাখার পরিকল্পনা
করেছে। এই উদ্দেশ্যে ইতোমধ্যেই সরকার ব্যান্ডউইডথ এর মূল্য হ্রাস করছে যাতে সাধারণ মানুষ এই সুবিধা ভোগ করতে পারে।
বর্তমানে বাংলাদেশের ব্যবহারযোগ্য ব্যান্ডউইডথ ক্যাপাসিটি ৪৪.৬ জিবিপিএস, তার মধ্যে মাত্র ৮ জিবিপিএস ব্যান্ডউইডথ সারাদেশে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ বর্তমানে দেশের চাহিদা পূরনের পরও ৩৬.৬ জিবিপিএস ব্যান্ডউইডথ অব্যবহৃত রয়েছে। ডিজিটাল বাংলাদেশের কথা মাথায় রেখে আগামী ৫ বছর পর্যন্ত সারাদেশের চাহিদা নিরূপন করা হয়েছে ৩৭.০৭৫ জিবিপিএস। তারপরও উদ্বৃত্ত থাকবে ৭.৫২৫ জিবিপিএস। তাছাড়া ডিসেম্বর ২০০৯ এ সাবমেরিন কেবল আবার আপগ্রেড করা হচ্ছে যা কিনা তৃতীয় আপগ্রেড নামে পরিচিত। এই তৃতীয় আপগ্রেডেশনে বাংলাদেশ অংশগ্রহণ করে সস্তামূল্যে ৮০ Gbps এ উন্নিত হবে। তখন এত বিশাল ব্যান্ডউইডথ অবশ্যই বাংলাদেশকে বিদেশে বিক্রী/লিজ দিতে হবে এবং এ ব্যান্ডউইডথ ফেলে রাখার কোন অবকাশ নেই।
যা হোক, বিএসসিসিএল এর পক্ষ থেকে আমরা সংশি−ষ্ট সবাইকে জানাতে চাই যে, যদি আমরা বিদেশে ব্যান্ডউইডথ বিক্রী/লিজ দিতে কার্যক্রম হাতে নেই, তবে আমাদের দেশের আগামী ৫ বছরের চাহিদা কে সামনে রেখে অতিরিক্ত ব্যান্ডউইডথ লিজ দেবো। কাজেই এ বিষয়ে আমাদের দেশের চাহিদার কথা অবশ্যই আমরা গুরুত্বের সাথে পূর্ণ করার ব্যবস্থা রেখেই তবে বিদেশে রপ্তানীর কথা ভাববো।
(মোঃ মনোয়ার হোসেন)
ব্যবস্থাপনা পরিচালক
বিএসসিসিএল
Bangladesh Submarine Cable Company Limited (BSCCL) is a Telecommunications infrastructure service provider 100% owned by the Government of the Peoples Republic of Bangladesh under Ministry of Posts & Telecommunication (MoPT). http://www.bsccl.com.bd/index.html
আলোচনাঃ ১. অবগতির জন্য। অনেক স্বল্প মূল্যের ৩য় আপগ্রেডেশন গত ডিসেম্বর মাসে বাতিল করা হয়েছে কারন সারাদেশে আইজ পর্যন্ত ১০ জিবিপিএস ইন্টারনেট ব্যাবহার করার ব্যবস্থা বিটিসিএল, বিটিআরসি, আইসিটি টাসকফোর্স, তথ্য প্রযুক্তি মন্ত্রনালয় করতে পারেনি তো ৮০ জিবিপিএস কি হালা বানচোদেরা পশ্চাদ দেশে দিয়া বসে থাকবে ?
চলবেঃ
দ্রঃব্যঃ আপনারা বানচোদগুলিরে এমবিপিস স্পীডে গালি দিতে থাকেন আর দেখে আমার মত একটা লেমেনও পুরা বিষয়টা আপনাদের পানির মত বুঝাইয়া দিতে পারে কারন এবং খানকির পোলাগ নাম ও সহজতম সমাধান সহ অথচ বানচোদেরা এক একটা এক্সপার্ট।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০০