কবি বা লেখক কোনটিই নই। তবু শব্দের প্রতি প্রেম আছে। লেখালিখি করি টুকটাক। সীমিত হলেও কিছু পাঠক তৈরি হয়েছে। এটা আমার সৌভাগ্য। আমার লেখা অনেক কবিতায় দুটি চরিত্র উঠে আসে। রাজকন্যা, নীলাদ্রিতা। আজকের কোন এক দিনেই রাজকন্যাকে নিয়ে লেখার শুরু। তাই আজ রাজকন্যার বাস্তব জন্মদিন। ব্যাপারটাতে আমি বেশ আবেগপ্রবণ। বুঝতেই পারছেন।
শহরের কথা
একটি শহর কিনবো
ব্যস্ততম নয় বরং মানুষহীন।
বসতির গোড়াপত্তন করবো আমিতুমি।
রাস্তায় কোন আলো থাকবে না
রূপোলী জ্যোৎস্নায় প্রতিরাতে ভিজে যাবে ধূলো।
একটা চাঁদে যদি না হয় তবে দুটোই হোক
বাড়ির জানলার শার্শি ভেঙে পড়ুক।
চাঁদোয়া আলো হুটোপুটি করবে দেওয়ালে
সে আলোয় মানুষ বানাবো শহরের জন্য
নতুন পৃথিবী নতুবা রাজকন্যার শরীর।
শহরটা কেনা হলো ,
সত্যি সত্যিই মানুষহীন
রাজকন্যাহীন।
অপেক্ষা
এমন কোন এক বিকেলে খুন হতে পারি নির্দ্বিধায়। তোর লাল টিপ বুকপকেটে সযত্নে লেপটে আছে। তোর চায়ের কাপের উষ্ণতা কচি লেবু পাতার ঘ্রাণের ন্যায় ঘিরে আছে আমার চারপাশ।
আমি এখনো পারি আকাশটাকে ছিঁড়ে ফেলতে নষ্ট কবিতাদের মতো। যার প্রতিটি টুকরো নীল রং ছড়াবে তোর 'হ্যাঁ' এর অপেক্ষায়।
অনুভূতি
ভিজে টুনটুনিটার একান্তে কাটানো কিছু সময় ধার করেছি, তোকে ভেজাবো বলে।
তুই আর আমি মিলে মেঘ ছুঁয়ে দেব। লাল নীল সুতোর মাঝে রংধনু আঁকবো।
তুই আমার রাত্রি হয়েছিস প্রত্যেক সূর্যাস্তে। যতবার ক্লান্তিকর ঘুম ভেঙেছে তুই হয়েছিস রোদেপোড়া সকাল। আমি প্রেমেবন্দি হয়েছি।
তারপরও তোর অজানা থাকবে আমার কবিতাদের জন্ম কথা।
জিজ্ঞাসা
ফাগুনের শেষ প্রহর
নির্জন কোনও বারান্দায় কফির মগে উষ্ণ চুমুক ঠোঁটের কোণে একটুকরো হাসি সাথে ধীর পদক্ষেপ।
এলোমেলো চুলগুলোয় আধিপত্য অন্ধকারের।
সেই মৃদু আলো আঁধারে বলেছিল আমায়
"কখনও যদি নীল শাড়িতে তোমার সামনে এসে দাঁড়াই, তুমি কি আমার প্রেমে পড়বে"।
স্বার্থপর
বিলাসিতা করার সামর্থ্য তোর বারান্দায় ভেজা কাকের ঠোঁটে তুলে দিয়েছিলাম। এক বিকেল চুরির ষড়যন্ত্রে তোর আঙুল ধরবার ইচ্ছেরা
হারিয়েছিল অন্ধকার সন্ধ্যায় ঝুপরি কোণে আযাচিত শারীরিক উন্মাদনায়।
তোকে কোনদিন ভালোবাসতে পারি নি। শুধু শরীরের ঘ্রাণ নেবার পায়তারা করেছি। ব্যস্ত শহুরে কোকিলের মতো তোর উত্তাপ নিয়েছি শেষ ফাগুনটা রাঙাতে।
আজ শেষ বিকেলে তুইসর্বস্ব একছটাক আলোর জন্যে আমার ছোটাছুটি নিজেকে অনেক হাস্যকর করে তোলে।
ব্লগের প্রথম দিককার কিছু কবিতায় তার স্পষ্ট উপস্থিতি ছিল। সেগুলো থেকেই একেবারে গোড়ার দিকের কিছু কবিতা তুলে ধরলাম। ভালো খারাপ বিচারে নয়।
স্মৃতির ফ্রেমে রাজকন্যা
কাজল কালো দীঘির তরঙ্গায়িত জলের মতো চোখ আর অমাবশ্যার অহংকার চূর্ন করা দীঘল কালো চুল আমার ঝুলিতে ভালোলাগা দিতে পারে, ভালোবাসা নয়।
রাজকন্যার ফিরিয়ে দেওয়া প্রেম
কোন এক বরষা ভেজা সন্ধ্যায়
বলেছিলাম, "একটুকরো মেঘ যদি এনে দেই, তুমি কি আমার হবে?"
এমন কোন এক ক্ষণে তুই শুধু আমার ছিলি
শুধু বর্ষার কোন অবসর বিকেলে ভেজা টুনটুনি পাখিটা মনে করিয়ে দেয়-
এমন কোন এক হ্মণে তুই শুধু আমার ছিলি।
জানতে চাওয়া কিছু মলিন ধূসর প্রশ্নরা
পড়ন্ত বিকেলবেলায় আঁধ খোলা জানালা দিয়ে এখনও কি আমায় খুঁজে পেতে দৃষ্টি বাড়াও।
ভালোবাসার এপিঠ ওপিঠ
তুমি রেখে দিও নাগরিক জীবনের ব্যস্ততা থেকে হারিয়ে যাওয়া কোন জ্যোৎস্না রাতের চাঁদটাকে।
অপেক্ষিত প্রেম
যদি কোন চাঁদহীন আকাশে নক্ষত্রের মাঝে পথহারা তুমি আপন আলয় সন্ধানে পাশে পেতে চাও আমায়,
বাস্তবের কুঞ্চিত ভ্রু উপেক্ষা করে পুরনো ক্ষত পাজরে লুকিয়ে আবেগের আতিশয্যে জড়িয়ে নেব তোমায়।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৯