আপডেট -
✏ ১০ টি কবিতা পাঠাতে হবে। সেখান থেকে বাছাই করা হবে।
✏ কবিতা পাঠাতে হবে - [email protected] / [email protected]
✏ কবিতা সর্বনিম্ন ৮ লাইন এবং সর্বোচ্চ ২৪ লাইন।
✏ কবিতা মেইলে ওয়ার্ড ফাইলে পাঠাতে হবে।
✏ কবিতা পাঠানোর শেষ তারিখ ৩১-১০-২০১৬।
✏ নাম, পূর্ণ ঠিকানা, মোবাইল নাম্বারসহ পাঠাতে হবে।
✏ প্রকাশে খরচ - ১৩০০ টাকা। কবিতা নির্বাচিত হওয়ার পর মেইলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
✏ বই কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে।
মুল পোস্ট -
শব্দের দৌরাত্ম্য যদি নিজের চৌহদ্দিতে আটকে থাকে তবে তার নামে রাখা হোক অপচয় হিসেব। শব্দের জন্ম যে কবি মানসে তা হোক সময় অসময়ের জ্যোৎস্নার মতো। চোখ ধাঁধিয়ে দিক।
লেখালিখি আমরা অনেকেই করি। বিভিন্ন ধরনের পত্রিকায় প্রায়ই ছাপার অক্ষরে নিজেদের গল্প কবিতা, অদ্ভুত ভালোলাগা দেয়। অনুপ্রেরণার কারণ হয়। কিন্তু বই এর সফেদ পৃষ্ঠায় নিজের শব্দদের জীবন্ত হওয়া, সে তো নবীন লেখকদের আকাশছোঁয়া স্বপ্নের গোড়াপত্তন। সেটাই আমাদের ইচ্ছে।
বই - এর পেছনে অনেক শ্রম প্রয়োজন। তাছাড়া বেশ ভালো অংকের টাকা। যেটা আনকোরা অনেকের জন্যেই অসম্ভব। কারণ অভাব কলমে শব্দ জোগায় বিলাসিতা নয়। তবে এই প্রতিবন্ধকতাকে পাশে সরিয়ে 'কবিতা সংকলন' প্রকাশের ইচ্ছে প্রকাশ করেছেন 'দেবজ্যোতিকাজল' (কাজল দত্ত)। একার পক্ষে বিশেষত নবীনদের জন্য একটি বইয়ের আগাগোড়া এক বিশাল ঝামেলা। কিন্তু দশজনের পক্ষে তা বেশ সহজিয়া হয়ে ওঠে।
দুই বাংলার মেলবন্ধন। সমান সংখ্যক কবিদের সুযোগ দিতে ইচ্ছুক। তবে আগ্রহীদের উপর নির্ভর করবে। বই সম্পর্কিত সকল আলোচনা এবং সিদ্ধান্ত সকলের অংশগ্রহণেই হবে।
আগ্রহীদের সাথে আলোচনা সাপেক্ষে কবিতার সংখ্যা চূড়ান্ত করা হবে। তবে কবিতা সংগ্রহের কাজ অক্টোবর মাসের মধ্যে শেষ হবে। জানুয়ারি মাসের বইমেলায় (পশ্চিমবঙ্গ) কবিতা সংকলন প্রকাশিত হবে। বই দু'দেশেই পাওয়া যাবে।
✏ কবি সংখ্যা - ২০ জন। (চূড়ান্ত নয়)
✏ নির্ধারিত খরচ - আগ্রহীদের সংখ্যার উপর নির্ভর করবে [বাংলাদেশী লেখকদের ক্ষেত্রে ভারতীয় অনুপাতে]।
✏ প্রকাশিত বই - এর স্বত্ব সমান সংখ্যায় বন্টিত হবে।
আগ্রহীরা তাদের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার মেইল করুন।
শুভ্র - [email protected]
কাজল দত্ত - [email protected]
এবিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে এবং কবিতা চেয়ে আগ্রহীদের সাথে যথাসময়ে যোগাযোগ করা হবে।
পুনশ্চঃ 'আমরা কেবলমাত্র একটি সুন্দর ইচ্ছা এবং স্বপ্নকে বাস্তবে রুপ দিতে চাচ্ছি! আর সেখানে সবারই সতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছ। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৯