১।
তুমি ঘোরতর কৃষ্ণবর্ণা হতে পারো
আমি মেঘকালোধূলো চোখে লেপে নেবো।
২।
রাতকে দিন হতে দেখেছি
শব্দকে পোড়া রুটি।
তাই জমিয়ে চলেছি আটাময়দার বোয়েমে
তার মনবারান্দা দখলের আয়োজনে।
৩।
প্রতিরাতেই খুন হয় অন্ধকার
সূর্যনামধারী তাই
বাস্তব রাতপরীদের কষ্টদেবতা।
৪।
নীলাম্বরী
রসুইঘরে তুমি বড্ড বেশি বেমানান।
অগোছালো বিছানায় চলো আকাশ দেখি। পবিত্রতা কাহাকে বলে?
৫।
কিছু রাত্রি বিক্রি হয়
হাতেগোনা খুচরো পয়সায়।
৬।
এই শহরে কোন রোদ নেই
তুমিহীন আমি মৃত্যুর কাছাকাছি।
তুমি রোদ
আমার অবাধ্য প্রেমিকা।
৭।
কিছু দালানকোঠা একছটাক আলোর উপোসী
একবেলা ভাতের জোগাড়ে কিছু ঘাম নুন হোক
আলোরঘর শান্তিতে ঘুমোক।
৮।
কোন এক বইএর পৃষ্ঠাভাঁজে তুমি আছো।
না ছিড়তে পারি না পড়তে
কখনো শেষ না হওয়া এক বিস্ময় তুমি।
৯।
শহুরে চেনা রাস্তায় আবার জন্ম নিতে চাই।
পূণর্জন্ম নয়। দ্বিতীয়জন্ম।
তবে তার ত্রিসীমানায়ও যেন তোমায় না দেখি।
১০
নীলাদ্রিতা
সেই আকাশনীল শাড়ির ভাঁজে ভাঁজে কিছু গল্প লুকনো আছে।
তোমার অংশ কোন রোদভেজা বিকেলে সেই গল্পের প্রেমে পড়বে।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৮