অদ্ভুত বিস্ময়ে বুঁদ হয়ে ছেলেটা বলেছিলো
তুমি বরং নখে সবুজ আঁকো
আমার অরণ্য বড্ড ভালোলাগে।
মেয়েটি অবহেলার সুরে বলেছিল
তোমার সবুজ বুকে আমার লাল টিপ
তোমার ছায়া ছুঁয়ে আমি রঙিন হবো।
আচ্ছা, অরণ্য কি আকাশ ভালোবাসে?
জানি না তো
তবে আমি রোদ হবো
তোমার আজন্ম বাধ্য প্রেমিকা।
ছেলেটি হেসেছিল। আনন্দহীন।
মেয়েটি এক সবুজ পাখি দেখেছিল ছেলেটির চোখজুড়ে
কিছু কড়কড়ে রক্ত ছাপিয়ে গেছিল চেনা সবুজ।
হন্যেহয়ে নিজেকে খুঁজেছিল
শরীরহীন। অনুভবসর্বস্ব অরণ্য পেয়েছিল।
সেই যে ছেলেটি বলেছিল
একদিন আমি আরণ্যক হয়ে যাবো।
আজো সকাল হয়
চোখমুখে একঝাঁক রোদ মেখে
আরণ্যক লাল টিপ খুঁজছে।
মেয়েটি অরণ্য হচ্ছে।
উৎসর্গঃ প্রিয় আরণ্যককে। ওর একটি মন্তব্যেই উঠে এসেছিল একদিন আমি আরণ্যক হয়ে যাবো।
কবিতাটায় একটা ফেবু পোষ্টের ঘ্রাণ আছে। অল্প তবে আছে। নামধাম মনে নেই। তাই বলতে পারছি না।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৯