somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি কাব্যিক ভ্রমণ কবিতার উঠোন জুড়ে : সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন মার্চ ২০১৬

০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




স্বাধীনতা শব্দটায় প্রেম নেই কেন? অনুভূতিশূন্য। লাল সবুজের আখ্যান বড় মিথ্যে লাগে।
কিন্তু মিথ্যে তো না। রক্তের বিনিময় স্বাধীন হয়েছি। কিছু বিবেকবর্জিতের পাশবিক কাজের কারণে তো তাকে মিথ্যে করে দিতে পারি না।

আর কতদিন রাজনীতির খরিকাঠে বলি হবো?
শরীরসর্বস্ব লোভের কাছে আর কতবার ওরা লজ্জা পাবে
কতবার কতদিন সাধারণ মানুষ সাধারণ হয়ে থাকবে?

প্রশ্নগুলো মনদেওয়ালে ময়লা জমায়। চেতনা ধূলায়িত হয়। হারাতে চায়। শব্দে যে স্বাধীনতা কিছু কবিতায় তা সবুজ হয়ে বেঁচে থাকে।



☆ পথেরদাবী বাবার বয়স কেনো বাড়ে...?
☆ বোকা ডাকু ভালবাসি আকাশনীলা
☆ টোকন ঠাকুর অনেকদিন পর অনুভূতির মাকে নিয়ে রচিত কবি
☆ দীপংকর চন্দ মনে পড়ে মনে পড়ে মনে পড়ে মনে পড়ে
☆ কথাকথিকেথিকথন খুঁজে ফেরা জীবনের নিঃশ্বাস ।
☆ রুদ্র জাহেদ অরুণিমা:বিলসিত জীবন...
☆ তাসলিমা আক্তার প্রেম দাড়িয়ে আছে দয়িতের অলিন্দে
☆ ভ্রমরের ডানা পিরামিড কাব্য-৫ঃ ধিক্কার হে মন
☆ অপর্ণা মম্ময় ফিসফাস শব্দের কথন
☆ সৃষ্টিশীল আলিম সিদ্ধান্ত
☆ সাগর নীল কবিতা - শাদাকালো কোন ছবি
☆ চন্দ্ররথা রাজশ্রী খন্ডকাব্য ১
☆ বিজন রয় ষোড়শীর জলঘরে নক্ষত্রদের ভদ্রসভা'য়
☆ সুমন কর কবিতা: অস্ফুট
☆ কি করি আজ ভেবে না পাই বসবাসি কোন সমাজে!!!
☆খায়রুল আহসান চোখের ভাষা
☆শ. ম. দীদার রবীন্দ্রনাথ যেদিন আত্মহত্যা করলেন
☆নাসরিন চৌধুরী সোনার খাঁচা ও সোনার মেয়ে
☆সােজোন বাদিয়া আবার স্বাধীন করব বাংলাদেশ
☆ফয়েজ উল্লাহ রবি কবিতা-ইঞ্চি কয়েক জায়গা
☆নীলপরি .....থাক শুধু বসন্তের কিছু ঝরা পাতা

বন্দি শিবির থেকে - শামসুর রাহমান

ঈর্ষাতুর নই, তবু আমি
তোমাদের আজ বড় ঈর্ষা করি। তোমরা সুন্দর
জামা পরো, পার্কের বেঞ্চিতে বসে আলাপ জমাও,
কখনো সেজন্যে নয়। ভালো খাও দাও,
ফুর্তি করো সবান্ধব
সেজন্যেও নয়।
বন্ধুরা তোমরা যারা কবি,
স্বাধীন দেশের কবি, তাদের সৌভাগ্যে
আমি বড়ো ঈর্ষান্বিত আজ।
যখন যা খুশি
মনের মতো শব্দ কী সহজে করো ব্যবহার
তোমরা সবাই।
যখন যে শব্দ চাও, এসে গেলে সাজাও পয়ারে,
কখনো অমিত্রাক্ষরে, ক্ষিপ্র মাত্রাবৃত্তে কখনো-বা।
সেসব কবিতাবলী, যেন রাজহাঁস
দৃপ্ত ভঙ্গিমায় মানুষের
অত্যন্ত নিকটে যায়, কুড়ায় আদর।
অথচ এদেশে আমি আজ দমবদ্ধ
এ বন্দী-শিবিরে
মাথা খুঁড়ে মরলেও পারি না করতে উচ্চারণ
মনের মতন শব্দ কোনো।
মনের মতন সব কবিতা লেখার
অধিকার ওরা
করেছে হরণ।
প্রকাশ্য রাস্তায় যদি তারস্বরে চাঁদ, ফুল, পাখি
এমনকি নারী ইত্যাকার শব্দাবলী
করি উচ্চারণ, কেউ করবে না বারণ কখনো।
কিন্তু কিছু শব্দকে করেছে
বেআইনী ওরা
ভয়ানক বিস্ফোরক ভেবে।
স্বাধীনতা নামক শব্দটি
ভরাট গলায় দীপ্ত উচ্চারণ করে বারবার
তৃপ্তি পেতে চাই। শহরের আনাচে কানাচে
প্রতিটি রাস্তায়
অলিতে-গলিতে,
রঙিন সাইনবোর্ড, প্রত্যেক বাড়িতে
স্বাধীনতা নামক শব্দটি আমি লিখে দিতে চাই
বিশাল অক্ষরে।
স্বাধীনতা শব্দ এত প্রিয় যে আমার
কখনো জানিনি আগে। উঁচিয়ে বন্দুক,
স্বাধীনতা, বাংলাদেশ- এই মতো শব্দ থেকে ওরা
আমাকে বিচ্ছিন্ন করে রাখছে সর্বদা।
অথচ জানেনা ওরা কেউ
গাছের পাতায়, ফুটপাতে
পাখির পালকে কিংবা নারীর দু’চোখে
পথের ধুলায়
বস্তির দুরন্ত ছেলেটার
হাতের মুঠোয়
সর্বদাই দেখি জ্বলে স্বাধীনতা নামক শব্দটি।



☆ ফেরদৌস প্রামানিক কবিতা ঃ শেষ ঠাই
☆ প্রামানিক মায়ের পায়ে নিচেই স্বর্গ
☆ গুলশান কিবরীয়া ক এ বিচিত্র রূপিণী অন্দরমহল বাসিনী ?
☆ সিফাত ও তার কবিতা দাপ্তরিক করিডোর
☆ গেম চেঞ্জার ❧ অহর্নিশ স্পর্শের আয়োজন ❧
☆ শরীফ আজাদ আমার পেছনে ডুব দেয় অনন্তকাল
☆ রাবেয়া রাহীম নষ্ট আর নষ্ট
☆ শাহরিয়ার ইসলাম খান আবার হয়তো হবে দেখা
☆ মানসী কতটা আমায় ভুলতে পারো
☆ লুৎফুরমুকুল মায়ের চিঠি!
☆ যাযাবর৮১ মরণ বাঁধ
☆ অতঃপর শুভ্র "কাঁটাতারে "বিদ্ধ" গণতন্ত্র"
☆ সুইসাইড সাইলেন্স এই যে সকাল টা !
☆ জ্যোস্নার ফুল (serious) সাংঘাতিক কাব্য
☆ সুজিত কুমার মোদক কষ্টের ডানা
☆ অগ্নি কল্লোল অণুকাব্য: প্রতিবাদ
☆ ফয়েজ উল্লাহ রবি কবিতা- পাষাণ
☆তানজির খান বসন্তের দায়
☆বাকপ্রবাস - একটি মানবিক আবেদন
☆বাকপ্রবাস - কবিতটা তোর জন্য
☆দ্বীপ ১৭৯২ বিপণ্ন ঝিঁঝিঁ পোকার রাত
☆নেয়ামুল নাহিদ তোমার সৌন্দর্য্যে আমি ভুলি নি
☆শরীফ আজাদ গরিব লোকটি খাচ্ছে
☆ফিদাতো আলী সরকার নারী
☆শুদ্ধ রয় জলের তৃষ্ণায় অক্ষরেখা বেড়ে যায়
☆তন্ময় কে সাহা অন্য আকাশ
☆সিফাত ও তার কবিতা ব্যস্ততা এবং ইভ
☆জ্যোস্নার ফুল কবিতা ও মৃতপ্রায় মৃত্যু।
☆জ্যোস্নার ফুল খুব ঘোলা চোখ ও টায়ার ড্রাইভার
☆খ্যাপা রাজা ভালোবাসি...
☆নীলপরি জীবনই রঙিন



☆ মো: নিজাম গাজী আমি ধর্ষিতা
☆ খায়রুল আহসানশুধুই......
☆ নিরব২৪ মাগো মা ক্ষমা করে দিও
☆ অতঃপর শুভ্র নষ্ট কবিতা
☆ খান মো. মামুন হোসাইন বাংলাদেশ
☆ নূর মোহাম্মাদ আল-আমিন কবিতা - অশান্ত
☆ মোজাহিদ আলী মানবতা‬
☆ মুহাম্মাদ শাথিল নৈরাশা
☆ মাটিরময়না আমি আর ফিরব না
☆ সােজোন বাদিয়া প্রশ্নপত্র ফাঁস বন্ধের যাদুকরী সমাধান
☆ চন্দ্ররথা রাজশ্রী ফেরারির নিবেদন
☆ রাইসুল ইসলাম রাণা প্রিয়তার মুখোমুখী
☆ রাবেয়া রাহীম নয় আর মিনতি
☆ কল্লোল পথিক প্রশ্নটি করেনি কারও কাছে,অভিমানে
☆ তার আর পর নেই… পানশালার বন্ধ দরজায় কড়া নড়ে ওঠে
☆ অতৃপ্ত পরান কেউ একজন বলেছিল তুমি ছন্দের যাদুকর
☆ মুসাফির নামা করম দাস। পরম দাস
☆ দিপংকর মল্লিক দেবকীর কথা‬
☆ মোঃ রুহুল আমীন২০১২ কবিতা (স্বাধীনতা)
☆ ফেলুদার তোপসে চৈত্রে কে ফেলে গেছে মন
☆ রানার ব্লগ নাইবা হল এমনতর
☆ মাহমুদুর রহমান সুজন আঁধার কাটেনি আজো
☆ আহমাদ মাগফুর অসম তৃষ্ণা

স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো - নির্মলেন্দু গুণ

একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে
লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে
ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে: ‘কখন আসবে কবি?’
এই শিশু পার্ক সেদিন ছিল না,
এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না,
এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না৷
তা হলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি?
তা হলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে
ঢেকে দেয়া এই ঢাকার হদৃয় মাঠখানি?
জানি, সেদিনের সব স্মৃতি ,মুছে দিতে হয়েছে উদ্যত
কালো হাত৷ তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ
কবির বিরুদ্ধে কবি,
মাঠের বিরুদ্ধে মাঠ,
বিকেলের বিরুদ্ধে বিকেল,
উদ্যানের বিরুদ্ধে উদ্যান,
মার্চের বিরুদ্ধে মার্চ … ৷
হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি,
শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি
একদিন সব জানতে পারবে; আমি তোমাদের কথা ভেবে
লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প৷
সেই উদ্যানের রূপ ছিল ভিন্নতর৷
না পার্ক না ফুলের বাগান, — এসবের কিছুই ছিল না,
শুধু একখন্ড অখন্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত
ধু ধু মাঠ ছিল দূর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়৷
আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল
এই ধু ধু মাঠের সবুজে৷
কপালে কব্জিতে লালসালু বেঁধে
এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক,
লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক,
পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক৷
হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত,
নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানী, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে
আর তোমাদের মত শিশু পাতা-কুড়ানীরা দল বেঁধে৷
একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল
প্রতীক্ষা মানুষের: “কখন আসবে কবি?’ “কখন আসবে কবি?’
শত বছরের শত সংগ্রাম শেষে,
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অত:পর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন৷
তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,
হদৃয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার
সকল দুয়ার খোলা৷ কে রোধে তাঁহার বজ্রকন্ঠ বাণী?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর-কবিতাখানি:
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম৷’
সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের৷


☆ নীলপরি .........স্রোতে ভেসে যেতে চাই
☆ আরাফআহনাফ "'ভাল লাগেনা' বিকিয়ে দেয়া "
☆ অভ্রনীল হৃদয় "প্রশ্নোত্তর"
☆ মিজানুর রহমান মিরান আকুলতা.....
☆ কলমের কালি শেষ লিখেছি যত প্রেম । (কবিতা)
☆ উল্টা দূরবীন মনোসন্ধির অবশিষ্ট স্বাক্ষর
☆ জুবায়ের হাসান রাব্বী কবিতাঃ তোমার ভাবনায়
☆ ফিরোজ প্রেয়সী সিগারেট ও প্রেম
☆ কল্লোল পথিক চন্দ্রগ্রহন
☆ রবাহূ্ত এখনো ঘাস ফড়িং এর পালকে রোদ!
☆ তন্ময় কে সাহা সেচ্ছা নির্বাসন
☆ ফয়েজ উল্লাহ রবি কবিতা-ফাল্গুন
☆ সােজোন বাদিয়া মানবতার প্রথম বিজয়
☆ রাবেয়া রাহীম ছিলনা কোথাও প্রেম!!
☆ আরাফআহনাফ সুখ - তুমি কী?
☆ প্রামানিক বেতন বৃদ্ধির মাইনকা চিপায়
☆ মো: ইমরান আল হাদী তুমি
☆ রুবাইয়াত নেওয়াজ দেবী (২৪)
☆ ভালোবাসার কাঙাল ভালো থেকো হলুদ পাখি
☆ লুৎফুরমুকুল মায়ের চিঠি!
☆ যাযাবর৮১ মরণ বাঁধ
☆ অতঃপর শুভ্র "কাঁটাতারে "বিদ্ধ" গণতন্ত্র"
☆ সুইসাইড সাইলেন্স এই যে সকাল টা !
☆ জ্যোস্নার ফুল (serious) সাংঘাতিক কাব্য
☆ সুজিত কুমার মোদক কষ্টের ডানা
☆ অগ্নি কল্লোল অণুকাব্য: প্রতিবাদ



☆ দীপংকর চন্দ কালের নিয়ম, পেরোয় না শীত সন্দেহাতীত এক মাঘে
☆ নীলপরি রঙ বেরঙ
☆ খায়রুল আহসান ফিরে দেখা
☆ ভ্রমরের ডানা পিরামিড কাব্য-৭ঃ ধোঁকাবাজির সফলতা
☆ তাসলিমা আক্তার হাত ছাড় হারামজাদা
☆ দীপংকর চন্দ কোথাও কোন তথ্য নেই
☆ খায়রুল আহসান বাতিঘর
☆ কল্লোল পথিক সব ভুলে যেও তুমি
☆ ভ্রমরের ডানা পিরামিড কাব্য-৬ঃ তুমি শীরে তাজ
☆ ঈপ্সিতা চৌধুরী হুল ফোটানো কাব্য ...... ;)
☆ আরাফআহনাফ হাজারো বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালী
☆ সোজোন বাদিয়া ভেড়া-কুকুর-শুয়োর এবং রাক্ষস
☆ সোজোন বাদিয়া বলুন সুশীল বুদ্ধিজীবীগণ, এ কোন্‌ নিরপেক্ষতার বয়ান?
☆ সোজোন বাদিয়া ‘নিরপেক্ষ’ বুদ্ধিজীবীগণের বাক্যবাগীশতা এবং বাংলাদেশে গণতন্ত্র হত্যা
☆ মিলন মাযহার আলোআঁধারি
☆ মোঃ সাইফুল্লাহ শামীম নির্বাচিত অনুকাব্য
☆পার্থিব পার্থ তোমার স্পর্শময় মায়াজালে
☆রাবেয়া রাহীম ঘুণে ধরা জীবন
☆আলোকিত অন্ধকারকম্পাভাব
☆শুদ্ধ রয় তোমার জন্য এ শব্দযোগ
☆আরিয়ান আরাফ কথোপকথন
☆নীলপরি স্বপ্নের কুঞ্জবনেই রাধার বাস
☆ক্লান্ত রিয়াদ ছন্নছাড়া আমি
☆রাবেয়া রাহীম অনুরাগ
☆রৌদ্র নীল সাজতে মানা
☆মাহাদী হাসান প্রেত প্রেমেই পূণ্য(?)
☆এস নবীন (সম্রাট) অভাব
☆কান্ডারি অথর্ব আমাকে তুমি আদর কর কাতান শাড়ি পরে

স্বাধীনতা তুমি - শামসুর রাহমান

স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি
কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-
স্বাধীনতা তুমি
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
স্বাধীনতা তুমি
পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।
স্বাধীনতা তুমি
ফসলের মাঠে কৃষকের হাসি।
স্বাধীনতা তুমি
রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।
স্বাধীনতা তুমি
মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী।
স্বাধীনতা তুমি
অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।
স্বাধীনতা তুমি
বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর
শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।
স্বাধীনতা তুমি
চা-খানায় আর মাঠে-ময়দানে ঝোড়ো সংলাপ।
স্বাধীনতা তুমি
কালবোশেখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা।
স্বাধীনতা তুমি
শ্রাবণে অকূল মেঘনার বুক
স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।
স্বাধীনতা তুমি
উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন।
স্বাধীনতা তুমি
বোনের হাতের নম্র পাতায় মেহেদীর রঙ।
স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার।
স্বাধীনতা তুমি
গৃহিণীর ঘন খোলা কালো চুল,
হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম।
স্বাধীনতা তুমি
খোকার গায়ের রঙিন কোর্তা,
খুকীর অমন তুলতুলে গালে
রৌদ্রের খেলা।
স্বাধীনতা তুমি
বাগানের ঘর, কোকিলের গান,
বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।


☆ ফয়েজ উল্লাহ রবি কবিতা- পাষাণ
☆ নূর মোহাম্মাদ আল-আমিন কবিতা - অশান্ত
☆ মোজাহিদ আলী মানবতা‬
☆ নীলপরি নিয়ম ভাঙব
☆ বিদ্রোহী ভৃগু অভিশপ্ত নাগরিক জীবন ~~ অধরা প্রকৃতি
☆ আরজু পনি ♣প্রেমনগর♣
☆ শরীফ আজাদ আমি পর্বতটাই বেছে নেই
☆ শরীফ আজাদ কারণ আমি মৃত্যুর জন্য দাঁড়াতে পারিনি
☆ খায়রুল আহসান এমন সুন্দর দিনগুলো (অনুবাদ কবিতা)
☆ রাবেয়া রাহীম নারী আমি
☆ আব্দুল্লাহ আল মুহীত কবিতা
☆ নিরাশ পরশ "নিরাশার পরশ"
☆ অভ্রনীল হৃদয় অপ্রাপ্তি
☆ বিবর্ন সভ্যতা তোকে ভুলতে ইচ্ছে করে ।।
☆ আরাফআহনাফ হাজারো বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালী
☆ মোঃ হাবিবুল্লাহ আমার রক্ত
☆ নীলপরি নিয়ম ভাঙব
☆ হোসাইন৪২ পালক
☆ হোসেন হৃদয় হৃদপিন্ড চেয়ে আবেদন
☆ আরিয়ান আরাফ চিরকুট
☆ মোটা ফ্রেমের চশমা কাপুরুষ
☆ Shajib Ahmed কবিতা-১
☆ আলভী রহমান শোভন মৃত্যুপুরী
☆ফারিহা নোভা উত্তরের অপেক্ষায় নীরব রাতের মগ্নতা
☆উল্টা দূরবীন বৃষ্টির দাগ
☆শরীফ আজাদ ভালোবাসার ভালোবাসা
☆রৌদ্র নীল চাওয়া শুধু এইতো
☆আহমাদ মাগফুর এভাবেই চিনেছি সময়
☆প্রলয় নীল হেলুসিনেটিং ড্রাগ



☆ হিরণ্য হারুনবৃক্ষছায়া
☆ উল্টা দূরবীন মুখোশের মন খারাপ!
☆ রেজওয়ান করিম চৈত্র বিড়াল
☆ আশিক হোসেননির্বাণের আগে
☆ সুখী পৃথিবীর পথে বোধহীন জীবন
☆ লীন প্রহেলিকা আরশি ভীতি
☆ রাবেয়া রাহীম এক দেহ দুটি প্রাণ
☆ দেবজ্যোতিকাজল ঈশ্বর খেলনা
☆ তেলাপোকা রোমেন ঘোরতর অকবিতা সমগ্র।
☆ মাহমুদুর রহমান সুজনআঁধার কাটেনি আজো
☆ অপর্ণা মম্ময় মেঘকালো টিপ কিংবা রসকলি
☆ মোঃ হাবিবুল্লাহ কবিতার ব্যবচ্ছেদ
☆ এক অন্ধ কবি এক অন্ধ কবি
☆ মোটা ফ্রেমের চশমা শেষ দিনগুলোর কাব্য
☆ চন্দ্ররথা রাজশ্রীঅবোধের জিগীষা
☆ আরাফআহনাফ তুমি অমন করে গ্রহণ করেছো
☆ রাবেয়া রাহীম যাতনা বাড়ায় অহর্নিশ
☆ আরকিস মল্লিক তোকেই ভালোবাসি
☆ সিফাত ও তার কবিতা আততায়ী
☆মধ্য রাতের আগন্তক তোমার জন্য প্রার্থনা
☆তানজির খান মৃত্তিকা (চতুর্থ অঙ্ক)
☆সোজোন বাদিয়া বিদায় গণতন্ত্র
☆রৌদ্র নীল শূন্যতা তোমাকে
☆নেয়ামুল নাহিদ তুমি কি বুঝ নি

সবশেষে রাজপুত্রের কবিতাঃ

কবিতার শেষরোদটুকুও আজ বিকিয়ে গেল
পোড়ামুখো শহরতলীর শেষচিঠি তুমি সামান্য নও
সবাই কবি নয় কেউ কেউ কবি। আমি একজন দাঁড়কাক।
ধর্ম সহাস্যে বলিল, "তুমি বড্ডো বেহায়া, মানুষ"।

তনুর জন্য় একটা কবিতা হতে পারতো তনু


তোমার শরীরজুড়ে কতশত কবিতা। আমি তুলে নেই সবুজ রঙা অরণ্য। গভীর অরণ্য। রোদের ছিটেফোঁটা নেই। চারিদিকে স্তব্ধ অন্ধকার। আমি ঠাউরে উঠতে পারি নি। দম বন্ধ করা অনুভব ছাপিয়ে যায় কবিতার জন্য প্রেম। কালো লাল হতে থাকে। সবুজ অরণ্যে লাল। পতাকা ভাবি। এগিয়ে যাই। থোকায়থোকায় মাংস হাতে উঠে আসে। আশপাশ দিয়ে গাছেরা ফিসফাস করে।

তনু।
তনু মরে গেছে।
তুমি তোমরা ওকে মেরেছো।
খুবলে খেয়েছো। পিশাচ। নারীর মাংসে এতো লোভ। তোমার মায়ের মাংসে লোভ নেই? যে মাংসে তোমাদের সৃষ্টি। যতপারো খাও তো দেখি।

আমি লাল হাতে মেখে বসে আছি। চারপাশে কবিতা। জীবন্ত। নড়াচড়া করে। কেন জানি মনে হয় এগিয়ে আসছে। ধীরে। তবে আসছে। ভালো লাগছে না। ইচ্ছে করছে পাতা খাই। শব্দ খাই। তাজা নোনতা মাংস খাই। ছিড়েকুঁটে। নিজের মাংস।



বিশেষ ধন্য়বাদ বিজন রয়কে। কবিতা সংগ্রহে যার সাহায্য ছাড়া এই সংকলন অসম্ভব ছিল।
প্রচ্ছদ সহায়তায় আবু শাকিল

ফেব্রুয়ারি মাসের সংকলন একটি কাব্যিক ভ্রমণ কবিতার উঠোন জুড়ে : সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন ফেব্রুয়ারি ২০১৬
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৫
৫৭টি মন্তব্য ৫৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন

লিখেছেন শাহ আজিজ, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩২



জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন

এখানে সেরা ইগো কার?

লিখেছেন শূন্য সারমর্ম, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২৪






ব্লগারদের মাঝে কাদের ইগো জনিত সমস্যা আছে? ইগোককে আঘাত লাগলে কেউ কেউ আদিম রোমান শিল্ড ব্যবহার করে,নাহয় পুতিনের মত প্রটেকটেড বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে।ইগো আপনাকে কোথায় নিয়ে গিয়েছে, টের পেয়েছেন... ...বাকিটুকু পড়ুন

এবং আপনারা যারা কবিতা শুনতে জানেন না।

লিখেছেন চারাগাছ, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৮

‘August is the cruelest month’ বিশ্বখ্যাত কবি টিএস এলিয়টের কালজয়ী কাব্যগ্রন্থ ‘The Westland’-র এ অমোঘ বাণী যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমন করে এক অনিবার্য নিয়তির মতো সত্য হয়ে উঠবে, তা বাঙালি... ...বাকিটুকু পড়ুন

=বেলা যে যায় চলে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৯



রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।

সব কী... ...বাকিটুকু পড়ুন

মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৪


আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন

×