রাজকন্যা
একগাল ধোঁয়া কিছু বৃষ্টি হিম হাওয়া বয়।
এলিটিস্ট ভালোবাসা
তোমার পড়ন্ত বিকেলের আলোয় চুপচাপ দাঁড়িয়ে রয়।
সকালের জমা ধুলোমাখা রাত্রির বোকা ইচ্ছের প্রভুত্ব
তোমার বুকের ঝুল বারান্দায় আমার প্রেমের দৌরাত্ম্য।
বসন্তের প্রথম হলুদ মিশে নীল প্রেম তুমি রাজকন্যা
আমার বুক জমিনের কারসাজি তুমি রোদ বরুণা।
ভিজে মাটি সোঁদা গন্ধ জুড়ে সেই শরীর পাই আমিত্ব
অগোছালো চুলে মুখ গুঁজে পাই সুখের প্রাচুর্য
ঘুমঘুম ভোর কাঁচাসোনা রোদ দিনের প্রথম আদর প্রলিপ্ত।
কিছুক্ষণ চোখ রেখে টোল খাওয়া ঐ গালে এঁকে আলপনা
বিশুদ্ধ প্রেম গুটিসুটি শুয়ে বিভোর তুমি রূপকথা কল্পনা।
বিষাদের কাপ ধোঁয়াটে তরলে জমানো আমার রাজত্ব
গালের ওই আদুরে তিলে জমা আদ্যপ্রান্ত রহস্য
আদর আবেশে ঘুমতুমি অদ্ভুত ভালোলাগা নিঃস্বত্ব।
রাজকন্যা
শেষ হয়ে আসা শলাকায় কিছু আগুন প্রিয় মুহূর্ত গুনি।
এই অনাহুত আমি
তোমার পড়ন্ত বিকেলের আলোয় চুপচাপ দাঁড়িয়ে আছি।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৭