চনমনে কত চোখে,কত স্বাধীনতা ঝোপ বুঝে মারে কোপ
ভালোবাসার ধরণ ধারণ - যেন,কাতলা মাছের টোপ।
কেউ কেউ পথ চলে - পা মেপে মেপে,মাতাল যেমন টলে
অ-যাচিত অনেক কথাই হয়,অনেকেই তা বলে।
কেউ দেয় তালে তাল,কেউ খায় খুব ঝাল,এমনিতে পেলে
এখানে ভেট প্রথা চল,কিছু দাও কেমন সব মেলে।
সুন্দর এ ভূবনে কত পরিবর্তন, যে হয় আগুয়ান, সেই একজন
লোকচক্ষুর মাথা খেয়ে,নির্লজ্জের হাঁক-ডাক,এরাই নাকি আপন।
এখন যে যার নিজের নিজের,বিধান নিজ নিজ ,বিবর্তনের সাধ
হাজারটা যন্ত্রণায় কাৎরায় লোকে,হাহাকার কত যে-
দুধের সাধ মেটায় ঘোলে,কেউ তোলে ঢেকুর - হেউ-ঢেউ
বাঁচা বাঁচা ভাব আছে, কি জানি কে বেঁচে,ফিরলে পিছন ফেউ।
এ-কোন স্বাধীনতা,সেকি শুধু চল নাকি ঢল,বহে স্রোতের মতো
কত দৃষ্টি,আপাতদৃষ্টি,কত ঘটনার স্বাক্ষী মৃত্যু কত ধরনের আশক্তি,
প্রত্যাশাগুলো মরে,কে-,শুনে কার কথা ?
তিলে তিলে ক্ষয়,রোজের যেন ভয়,বিড়ম্বনায় ব্যাথা...