বানৌজা (বাংলাদেশ নৌ বাহিনী জাহাজ) শাহাজালাল(BNS (Bangladesh Navy Ship) SHAHJALAL)
এই জাহাজটি টোকিয়তে প্রস্তুত কৃত থাই মাছ ধরার যান ছিল। এ পূর্বের নাম ছিল এসএমএস গোল্ড ৪ (SMS GOLD 4) । আশির দশকের শেষ ভাগে বাংলাদেশ নৌ বাহিনী বঙ্গপোসাগরে অবৈধ ভাবে মৎস আহরনের সময় জাহাজটি কে আটক করে। জাহাজটি কে যুদ্ধ জাহাজে রুপান্তর করে ১৫ জানুয়ারী ১৯৮৭ সালে বাংলাদেশ নৌ বাহিনীতে কমিশন করা হয়। ডুবুরী ও উদ্ধার তৎপরতা (Diving and Salvage) পরিচালনা করাই এই জাহাজের প্রধান কাজ। জাহাজটিতে চেম্বার টেষ্ট করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও স্থাপন করা হয়েছে। জাহাজটির আর্ও কিছু উপাত্ত নিম্ন প্রদান করা হল।
ডিসপ্লেসমেন্ট: ৬০০ টন
মাত্রা: ১৩১.৮X২৯.৭X১২.৬ ফুট
প্রধান ইঞ্জিন: 1 V 16-cyl type diesel; 1 shaft
গতি: ১২ নট
সীমা: ৭০০০ মাইল (১২ নট গতিতে)
ক্রর সংখ্যা: ৫৫ জন (৩ জন কর্মকর্তা)
অস্ত্র: ২ X অরলিকন ২০ মিমি
বানৌজা শাহ আমানত (BNS SHAH AMANAT)
এটি অস্ট্রেলিয়ার বেসরকারী মালিকানাধীন একটি জলযান ছিল। ১৯৮৮ সালে বাংলাদেশ নৌ বাহিনী বঙ্গপোসাগরে চোরাচালানরত অবস্থায় জাহাজটি কে আটক করে। জাহাজটি কে অবতরন তরীতে (Landing Craft) রুপান্তর করে ১৯৯০ সালে বাংলাদেশ নৌ বাহিনীতে কমিশন করা হয়। সৈন্য ও লজিষ্টিকস বহন করাই এই জাহাজের প্রধান কাজ। জাহাজটির আর্ও কিছু উপাত্ত নিম্ন প্রদান করা হল।
ডিসপ্লেসমেন্ট: ৩৬৬ টন
মাত্রা: ১৫৪.২X৩৪.১X৮ ফুট
প্রধান ইঞ্জিন: ২ Caterpillar D 343 diesels; 730 hp; 2 shafts
গতি: ৯.৫ নট
ক্রর সংখ্যা: ৩১ জন (৩ জন কর্মকর্তা)
মিলিটারি লিফ্ট: ১৫০ টন
অস্ত্র: ২ X ১২.৭ মিমি মেশীন গান
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:২৯